img

Follow us on

Friday, May 17, 2024

T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপের সূচি ঘোষণা হল, জেনে নিন কবে ভারত-পাকিস্তানের ম্যাচ

৫ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ, ফাইনাল ২৯ জুন…

img

প্রতীকী চিত্র।

  2024-01-06 22:07:39

মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) সূচি প্রকাশিত হল। ঘোষণা হল খেলার তারিখ ও দিন। এই বছরের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে। আগামী ৯ জুন নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তানের প্রথম ম্যাচ। ১ জুন থেকে শুরু হিবে এই বিশ্বকাপের খেলা। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ জুন। বিশ্বকাপকে ঘিরে ক্রিকেট প্রেমীদের মধ্যে তীব্র উচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে।

ভারতের ম্যাচ কবে কবে (T20 World Cup 2024)

এই বিশ্বকাপে (T20 World Cup 2024) ভারতের গ্রুপ পর্বের ম্যাচগুলির চারটি খেলাই হবে অ্যামেরিকা। প্রথম ম্যাচ ৫ জুন আয়ারল্যন্ডের বিরুদ্ধে খেলবে ভারত। এরপর ৯ জুন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। তারপরে ভারতের তৃতীয় ম্যাচ ১২ জুন হবে আমেরকার বিরুদ্ধে। গ্রুপের শেষ ম্যাচ ভারতের হবে কানাডার বিরুদ্ধে।

মোট ২০ টি দল খেলবে বিশ্বকাপে

গ্রুপের এ-তে থাকা সব খেলা অ্যামেরিকায় অনুষ্ঠিত হবে। যদি ভারত সুপার আটে যেতে পারে তাহলে ওয়েস্ট ইন্ডিজে ভারতের বাকি ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। সে ক্ষেত্রে প্রথম খেলা হতে পারে বার্বাডোজে। এবারের বিশ্বকাপে (T20 World Cup 2024) মোট অংশ গ্রহণকারী দলের সংখা হল ২০। বিশ্বকাপকে মূলত চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপে ৫ টি করে দলের খেলা হবে। এরপর এখানে জয়ী দলগুলি সুপার ৮ যাবে। অ্যামেরিকা ফ্লোরিডা, ডালসা, নিউ ইয়র্কে এই ম্যাচ অনুষ্ঠিত হবে। অপরে ওয়েস্ট ইন্ডিজের ছয়টি মাঠেও ম্যাচগুলি অনুষ্ঠিত হবে।

প্রথম ম্যাচ হবে আমেরিকা কানাডা

১ জুন অ্যামেরিকা-কানাডা দিয়ে শুরু হিবে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) প্রথম ম্যাচ। এই ম্যাচ হবে ডালাসে। ঠিক পরের ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। অবশ্য গতবারের বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড এবার ৪ জুন খেলা শুরু করবে স্কটল্যান্ডের বিরুদ্ধে। আবার গতবারের রানার্স পাকিস্তান খেলবে অ্যামেরিকা বিরুদ্ধে ৬ জুন। বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ হল, ৩ জুন দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা, ৮ জুন ইংল্যান্ড-অস্ট্রেলিয়া, ১২ জুন ওয়েস্ট ইন্ডিজ-নিউ জিল্যান্ড। এবারের বিশ্বকাপে প্রথমবার খেলবে উগান্ডা দেশের দল। তাঁদের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে হবে।

কোন বিভাগে কোন দল রয়েছে?

গ্রুপ এ: ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, আমেরিকা।

গ্রুপ বি: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান।

গ্রুপ সি: নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা, পাপুয়া নিউগিনি।

গ্রুপ ডি: দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, নেদারল্যান্ডস।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Tags:

bangla news

Bengali news

Madhyam

India vs Pakistan

Schedule

Match

T20 World Cup 2024


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর