Messi-Ronaldo: মেসি-রোনাল্ডো থেকে এমবাপে-নেইমার ! তারকাখচিত ম্যাচে গোলের বন্যা

সৌদি আরবে বৃহস্পতিবার পিএসজির বিরুদ্ধে সৌদি অল স্টার একাদশ (PSG vs Saudi All-Star XI) মুখোমুখি হল। এই ম্যাচ ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। গ্যালারিতে ছিল উপচে পড়া ভিড়।

ম্যাচটিকে লিওনেল মেসি (Lionel Messi) বনাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) লড়াই হিসাবেই দেখা যাচ্ছিল। মাঠে কখনও ছিল মেসি মেসি চিৎকার তো কখনও রোনাল্ডো রোনাল্ডো ধ্বনি।

৯ গোলের দুরন্ত ম্যাচের সাক্ষী থাকল ফুটবল বিশ্ব। ৫-৪ গোলে ম্যাচ জিতল পিএসজি। তবে খেলার হার-জিতকে সাইডলাইনের বাইরে সরিয়ে এই ম্যাচ দেখিয়ে দিল ফুটবলের জয়।

খেলার অনেক আগে থেকেই উন্মাদনা। মাঠ কানায় কানায় ভর্তি। দুই গোল করে ম্যাচ সেরা হন রোনাল্ডো।

সৌদি অল স্টার একাদশ বনাম পিএসজি ম্যাচ শুরুর আগে রিয়াধের কিং ফাওয়াদ স্টেডিয়ামে ছিল দারুণ চমক। সকলকে চমকে দিয়ে মাঠে হাজির হন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন। দেখা করেন লিওনেল মেসিদের সঙ্গে। পিএসজির মালিক আল খেলাইফির হাত ধরে বিগ বি হাজির হন মাঠে। সেখানে গিয়ে মেসি-রোনাল্ডোদের সঙ্গে হাত মেলান। ক্ষণিক কথা বলতেও দেখা যায় তাঁদের।

ম্যাচের একেবারেই শুরুতেই, তিন মিনিটের মাথায় মেসি পিএসজির হয়ে গোল করে দলকে এগিয়ে দেন। নেমার (Neymar Jr) ও কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) মধ্যে দুরন্ত পাসিং ফুটবলের পর মেসি পায়ে বল পেয়ে যান এবং সেখান থেকে গোল করতে তিনি কোনও ভুল করেননি।

ম্যাচের ৩২তম মিনিটে কেইলর নাভাস রোনাল্ডোকে কনুই দিয়ে আঘাত করায় পেনাল্টি পায় রোনাল্ডো অল স্টার দল। রোনাল্ডো পেনাল্টি থেকে গোল করায় কোনও ভুল করেননি। নাভাস হলুদ কার্ড দেখার পরপরই জুয়ান বার্নাত লাল কার্ড দেখায় পিএসজি ১০ জনে নেমে যায়।

খেলায় দাপট বেশি দেখাচ্ছিল পিএসজি। ১৭ মিনিটের মাথায় সহজ সুযোগ নষ্ট করেন নেমার। দু’মিনিট পরেই দেখা গেল মেসি-এমবাপে যুগলবন্দি। মেসির পাস থেকে গোল করেন এমবাপে। কিন্তু অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়।
