Modi Cabinet 3.0: যেখানে কোনও পরিবর্তন নয়! মোদি মন্ত্রিসভায় নিজেদের মন্ত্রক ধরে রাখলেন কারা?
2024-06-11 11:35:44
রবিবার, ৯ জুন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি (PM Modi)। শপথ নেওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যে সোমবার নয়া মন্ত্রিসভার সদস্যদের মন্ত্রক ভাগ করে দিলেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার প্রথম বৈঠকে সকলকে নিজেদের কাজ বুঝিয়ে দেওয়া হয়।
রাজনাথের পর শপথ নিয়েছিলেন অমিত শাহ। তিনি গুজরাটের গান্ধীনগর থেকে জয়ী হয়েছেন। এনডিএ সরকারের দ্বিতীয় দফার মতো তৃতীয় দফাতেও তিনি পেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরেই শপথ নেন রাজনাথ সিং। উত্তরপ্রদেশের লখনউ থেকে জয়ী হয়েছেন তিনি। গত বারের মতো এই দফাতেও তিনি পেলেন প্রতিরক্ষা মন্ত্রক।
নির্মলা সীতারামন এনডিএ সরকারের তৃতীয় দফাতেও থাকছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কর্পোরেট বিষয়ক মন্ত্রকও থাকছে তাঁর হাতে। তিনি রাজ্যসভার সাংসদ। লোকসভা ভোটে লড়েননি।
এস জয়শঙ্করের হাতে থাকছে বিদেশ মন্ত্রক। প্রাক্তন এই আমলা রাজ্যসভার সাংসদ।
হরদীপ সিং পুরী পেলেন পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক।
পীযুষ গোয়েল পেয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্প মন্ত্রক। মুম্বই উত্তর লোকসভা আসন থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন তিনি।
সর্বানন্দ সোনোয়াল পেয়েছেন জাহাজ, বন্দর এবং জলপথ মন্ত্রক। তিনি অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
বীরেন্দ্র কুমার পেয়েছেন সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রক। মধ্যপ্রদেশের টিকমগড়ের সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি।
এইচএএম নেতা জিতনরাম মাঝি পেয়েছেন ক্ষুদ্র, কুটির এবং মাঝারি শিল্প মন্ত্রক। বিহারের গয়া লোকসভা আসন থেকে জয়ী তিনি।
ভূপেন্দ্র যাদব পেলেন পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রকের দায়িত্ব।
ধর্মেন্দ্র প্রধান পেলেন শিক্ষা মন্ত্রক। তিনি ওড়িশার সম্বলপুর লোকসভা আসনে লড়ে জয়ী হয়েছেন।
রেল মন্ত্রক তৃতীয় দফাতেও থাকছে অশ্বিনী বৈষ্ণবের হাতে। সেই সঙ্গে তাঁর কাছে রয়ে গেল তথ্য ও সম্প্রচার মন্ত্রক। পাশাপাশি, তথ্য প্রযুক্তি এবং বৈদ্যুতিন মন্ত্রকও থাকছে তাঁর হাতে।