নদীতে সুসজ্জিত নৌকায় হাজার হাজার অ্যাথলিট ভেসে বেড়াবেন। স্টেডিয়ামের ট্র্যাকে প্রতিবার যে কুচকাওয়াজ হয়, এবার সেটিই ভিন্নভাবে হবে নৌকায়। পারফরমাররাও থাকবেন নৌকায়, সেখানেই পারফর্ম করবেন। অ্যাথলিট ও পারফরমাররা নৌকায় পাড়ি দেবেন ৬ কিলোমিটার পথ, যার শেষ হবে আইফেল টাওয়ারের কাছে।