ICC T20 World Cup 2024: ভারতের বিশ্বজয়! আনন্দে কান্না, উল্লাস, উৎসবে মাতলেন রোহিতরা
2024-06-30 11:16:58
টানটান উত্তেজনার ম্যাচ, অবশেষে দীর্ঘ ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফাইনালে দক্ষিণ আফ্রিকা টিম ইন্ডিয়ার কাছে পরাস্ত ৭ রানে। ভারতের জয়ের সাক্ষী থাকল ১৩৩ কোটি দেশবাসী।
বিশ্বকাপ জিতে যখন উল্লসিত ভারতীয় দল, ঠিক তখনই দক্ষিণ আফ্রিকার শিবিরে হতাশার ছায়া। কাপ জয়ের স্বপ্ন অধরা থেকে গেল প্রোটিয়াদের।
ম্যাচ শেষ হওয়ার পর আবেগ তাড়িত হলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। স্টেডিয়ামে উপস্থিত ভারতীয় সমর্থকরাও কেঁদে ফেললেন। দেশের বিভিন্ন প্রান্তে রাতেই শুরু হয় উৎসব।
২০১১ সালে এক দিনের বিশ্বকাপ জয়ের পর একাধিকবার ফাইনালে বা সেমিফাইনালে উঠলেও ব্যর্থ হয় ভারত। মাস কয়েক আগেই ২০২৩ সালে এক দিনের বিশ্বকাপে ভারত ফাইনালে উঠলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজিত হয় তারা। অবশেষে ১৩ বছর পর ট্রফি জয়।
টানটান উত্তেজনার ম্যাচে জয় ছিনিয়ে নিলেন রোহিতেরা। বাউন্ডারি লাইনে ডেভিড মিলারের দুর্দান্ত ক্যাচ ধরেন সূর্যকুমার যাদব। শেষ তিন ওভারেই কার্যত বদলে যায় ম্যাচের রং। টিম ইন্ডিয়ার হার না মানা মানসিকতার সামনেই স্বপ্নভঙ্গ হল দক্ষিণ আফ্রিকার।
ফাইনাল জেতার পরে হার্দিক পাণ্ড্যের চোখের জল বুঝিয়ে দিল, কতটা স্বস্তি পেয়েছেন তিনি। একই ছবি দেখা গিয়েছিল ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে। আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন হার্দিক। জাতীয় পতাকা নিয়ে মাঠে ঘুরতেও দেখা যায় হার্দিককে।
মাঠে খোশ মেজাজে ছিলেন কোচ রাহুল দ্রাবিড়। কোচ হিসেবে এই প্রথম বিশ্বকাপ জয়। ভারত জিততেই মাঠে নেমে পড়লেন রাহুল।
জয়ের পরে ভারতীয় দলকে মাঠে ভাঙড়া নাচতেও দেখা যায়। প্রাণ ভরে তাঁরা জয়টিকে উপভোগ করেন।