Paris Olympics 2024: অর্জুনের লক্ষ্যভেদ! মেয়েদের পর কোয়ার্টার ফাইনালে ভারতের পুরুষ তিরন্দাজ দলও
2024-07-26 10:08:45
প্যারিস অলিম্পিক্সের শুরুতেই তিরন্দাজিতে নজর কাড়ল ভারতের পারফরম্যান্স। মেয়েদের পর সরাসরি কোয়াটর্র ফাইনালে পৌঁছল ছেলেরাও। ধীরজ বোম্মাদেরাভা, তরুণদীপ রাই ও প্রবীণ যাদবকে নিয়ে তৈরি ভারতের পুরুষ তিরন্দাজি দল র্যাঙ্কিং রাউন্ডে তিন নম্বরে শেষ করল৷
পুরুষদের বিভাগে চিনকে টেক্কা দিয়েছে ভারত। সব রাউন্ড মিলিয়ে ভারতের স্কোর ২০১৩। দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সের স্কোর ২০২৫। আর মেয়েদের মতো এখানেও শীর্ষে আছে দক্ষিণ কোরিয়া। তাদের পয়েন্ট ২০৪৯। চার নম্বরে থাকা চিনের পয়েন্ট ১৯৯৮।
যোগ্যতা অর্জন পর্বের প্রথম চারটি দল সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র পায়। এদিন শুরুতে একটু নড়বড়ে দেখাচ্ছিল তরুণদীপ রাইকে। কিন্তু যত সময় গড়িয়েছে, তত ম্যাচে ফিরেছেন তিনি। তরুণদীপের পয়েন্ট ৬৭৪।
এদিন ধারাবাহিকতার তুঙ্গে ছিলেন ধীরজ। নামের প্রতি সুবিচার করেছেন তিনি। এক একটা শটের জন্য মনঃসংযোগ করেছেন, লক্ষ্যভেদও করেছেন। ব়্যাঙ্কিং ইভেন্টে চার নম্বরে শেষ করেছেন ধীরজ। তাঁর পয়েন্ট ৬৮১।
ধীরজ, তরুণদীপ রাই, প্রবীণ যাদবরা শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত ধারাবাহিক ছিলেন। প্রবীণ ৬৫৮ স্কোর করেন।
মিক্সড টিম ইভেন্টে পাঁচ নম্বরে শেষ করেছে ভারত। পুরুষ এবং মহিলা দলের সবচেয়ে ভালো স্কোর করা প্রতিযোগীদের নিয়ে এই ইভেন্ট হয়। ভারতের মহিলাদের দলের সবচেয়ে ভালো স্কোরার অঙ্কিতা ভগত এবং ধীরাজ এতে অংশ নেন। ধীরাজ ৬৮১ পয়েন্ট ও অঙ্কিতা ৬৬৬ পয়েন্ট স্কোর করেন৷ অর্থাৎ মোট ১৩৪৭। এখানে শীর্ষে দক্ষিণ কোরিয়া।
মেয়েরা চার নম্বরে ও ছেলেদের টিম ইভেন্টে ভারত শেষ করল তিন নম্বরে। অর্থাৎ শেষ আট যেমন নিশ্চিত, আর একটা ধাপ পেরোলেই পদকের খোঁজে নামতে পারবেন ধীরজ, তরুণদীপ, প্রবীণেরা। আর্চারিতে পদকের অপেক্ষা শেষ হবে ভারতের। স্বপ্ন দেখতে শুরু করেছে ১৪০ কোটি মানুষ।।