Varanasi Cricket Stadium: বারাণসীর ক্রিকেট স্টেডিয়াম তৈরি হলে কেমন দেখতে হবে?

বারাণসীর সাংসদ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার বারাণসীতে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের শিলান্যাস করেন নরেন্দ্র মোদি। ২০২৫ সাল নাগাদ এই স্টেডিয়ামের কাজ সম্পূর্ণ হবে বলে জানা গিয়েছে।

এই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি সমগ্র বারাণসী সংসদীয় কেন্দ্রের অন্তর্গত গাঞ্জারি এবং রাজাতালাব অঞ্চলের ৩০ একরের বেশি এলাকাকে উন্নয়নের আওতায় আনা হবে বলে জানা গিয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উন্নয়নের জন্য আনুমানিক ৪৫০ কোটি টাকা খরচ করা হবে।

এই ক্রিকেট স্টেডিয়ামের নকশা তৈরি করা হয়েছে ভগবান শিবের স্বরূপকে মাথায় রেখে। স্টেডিয়ামের ছাদ দেখতে অর্ধচন্দ্রাকার চাঁদের মতো হবে। স্টেডিয়ামের ফ্লাড-লাইট শিবের ত্রিশূল আকৃতির মতো করা হবে। প্রেস তথা কমেন্ট্রি বক্স হবে ডমরু আকৃতির।

এই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দর্শকদের আসন সংখ্যা হবে প্রায় ৩০ হাজার। দর্শকদের জন্য স্টেডিয়ামের গ্যালারির ডিজাইন হবে নদীর ঘাটের ধাপের মতো। স্টেডিয়ামের গেট হবে বেলপাতা আকৃতির, ধাতব চাদরে মোড়া।
