Asian Games 2023: এশিয়ান গেমসে ভারতের পতাকা হাতে বাংলার ছেলে-মেয়েরা
2023-09-22 17:16:39
২০১৮ সালে ৭০টি পদক জিতেছিল ভারত। এ বছর সেই সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। এ বারে ভারতের ৬৫৭ জন প্রতিযোগী অংশ নিয়েছেন এশিয়ান গেমসে। বাংলা থেকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করছে তিতাস, রিচা, মেহুলি, অতনুরা।
ন’বছর পর এশিয়ান গেমসে ফিরল ক্রিকেট। ২০১৪ সালে ক্রিকেট হয়েছিল এশিয়ান গেমসে। সে বার ভারতের পুরুষ দল খেলতে যায়নি। কিন্তু ২০১৮ সালে আবার ক্রিকেট বাদ দেওয়া হয়েছিল এশিয়ান গেমস থেকে। ভারতে মহিলা ক্রিকেট দলে দেখা যাচ্ছে রিচা ঘোষকে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তিতাস সাধু এ বারের এশিয়াডে ভারতীয় স্কোয়াডে জাগয়া করে নিয়েছেন। জুনিয়র স্তরে নজর কাড়া বাংলার মেয়ে তিতাস রয়েছে এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেট টিমে।
ভারতের আশা এ বছর এশিয়ান গেমসে ১০০-র বেশি পদক জিতবে ভারত। পুরুষ ক্রিকেট টিমে বাংলা থেকে রয়েছেন শাহবাজ আহমেদ, মুকেশ কুমার।
বাংলার অ্যাথলিট ত্রিয়শা পালকে দেখা যাবে সাইক্লিংয়ে। এর আগে কমনওয়েলথ গেমসে যোগ দিয়েছিলেন তিনি।
বাংলার অ্যাথলেটিক্স স্বপ্না বর্মনকেও এ বারের এশিয়ান গেমসে অংশ নিতে দেখা যাবে। এশিয়াডে অ্যাথলেটিক্সে দেখা যাবে সোনিয়া বৈশ্যকেও।
বাংলার ২৫ বছর বয়সী রিকার্ভ তিরন্দাজ অঙ্কিতা ভকতকে দেখা যাবে এ বারের এশিয়ান গেমসে। ইকুয়িস্ট্রিয়ানে দেখা যাবে অনুশ আগরওয়ালকে। গলফে দেখা যাবে শিব চৌরাসিয়া, হ্যান্ডবলে দেখা যাবে নীনা শীলকে এবং ইস্পোর্টসে দেখা যাবে অয়ন বিশ্বাসকে।
এশিয়ান গেমসে মেয়েদের টেবল টেনিসে দেখা যাবে সুতীর্থা মুখোপাধ্যায়কে। পাশাপাশি টিটিতে দেখা যাবে আহিকা মুখোপাধ্যায়কেও।
এ বারের এশিয়ান গেমসে জিমন্যাস্টিক্সে পারফর্ম করতে দেখা যাবে প্রণতি নায়েককে। এশিয়ান চ্যাম্পিয়নশিপে দুবারের ব্রোঞ্জ পদকজয়ী জিমন্যাস্ট প্রণতি নায়েক।
শুটিংয়ে এশিয়ান গেমসে বাংলার হয়ে খেলতে দেখা যাবে মেহুলি ঘোষকে। ইতিমধ্যেই প্যারিস অলিম্পিকের ছাড়পত্র পেয়ে গিয়েছেন মেহুলি। এ ছাড়া রাগবিতে দেখা যাবে বাংলার লছমি ওরান ও সন্ধ্যা রাইকে।
তিরন্দাজিতে বাংলা থেকে এশিয়ান গেমসে অংশ নিতে গিয়েছেন অতনু দাস। এ ছাড়া ফুটবলে বাংলা থেকে এশিয়াডে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন সঙ্গীতা বাসফোর, অঞ্জু তামাং ও রহিম আলি।