Novak Djokovic: ২৪তম গ্র্যান্ড স্ল্যাম-এর মালিক জকোভিচ! প্রথম পাঁচ টেনিস কিংবদন্তী

একের পর এক গ্র্যান্ড স্ল্যাম জয়ও তাঁর খিদে কমাতে পারছে না। তাঁর কাছে বয়স কেবলই একটি সংখ্যা। তিনি নোভাক জোকোভিচ। সোমবার ভোরে ৩৬ বছর বয়সে ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন জোকার। প্রতিপক্ষ দানিল মেদভেদেভকে হারালেন ৬-৩, ৭-৬ (৭-৫), ৬-৩ গেমে। ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতে ছুঁলেন মার্গারেট কোর্টকে।

জার্মান টেনিস তারকা স্টেফি গ্রাফ এর জোরালো সার্ভিস, পাওয়ারফুল ফোর-হ্যান্ড এখনও মনে পড়ে বহু টেনিস প্রেমীর। ৩৭৭ সপ্তাহ, অর্থাৎ প্রায় ৭ বছর ধরে রেখেছিলেন টেনিসের ১ নম্বর আসন। সংগ্রহে ৭ টি উইম্বলডন খেতাব, ৪ টি অস্ট্রেলিয়ান ওপেন খেতাব, ৬টি ফ্রেঞ্চ ওপেন খেতাব। তাঁর ঝুলিতেও রয়েছে ২২টি গ্র্যান্ড স্ল্যাম।

মোট ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন সেরিনা উইলিয়ামস। আর একটি জিতলেই মার্গারেট কোর্টের রেকর্ড স্পর্শ করতে পারতেন। কিন্তু ২৩তম ট্রফি জেতার পর চার বার ফাইনালে উঠেও জিততে পারেননি। কোর্টের থেকে মাত্র একটি খেতাব দূরেই থামেন আমেরিকান টেনিস কিংবদন্তি। বিশ্বের অন্যতম সেরা মহিলা খেলোয়াড় হিসাবে তাঁকেই মেনে নেওয়া হয়েছে।

চোটের জন্য টেনিস থেকে দূরে রয়েছেন ৩৭ বছরের স্পেনীয় তারকা রাফায়েল নাদাল। শরীরের পিছনের অংশের চোট সারানোর জন্য অস্ত্রোপচার করিয়েছেন তিনি। নাদাল আগেই জানিয়েছেন, সম্পূর্ণ সুস্থ হয়ে ২০২৪ সালে আবার কোর্টে ফিরবেন তিনি। আপাতত তাঁর দখলে ২২টি গ্র্যান্ড স্ল্যাম।
