জার্মান টেনিস তারকা স্টেফি গ্রাফ এর জোরালো সার্ভিস, পাওয়ারফুল ফোর-হ্যান্ড এখনও মনে পড়ে বহু টেনিস প্রেমীর। ৩৭৭ সপ্তাহ, অর্থাৎ প্রায় ৭ বছর ধরে রেখেছিলেন টেনিসের ১ নম্বর আসন। সংগ্রহে ৭ টি উইম্বলডন খেতাব, ৪ টি অস্ট্রেলিয়ান ওপেন খেতাব, ৬টি ফ্রেঞ্চ ওপেন খেতাব। তাঁর ঝুলিতেও রয়েছে ২২টি গ্র্যান্ড স্ল্যাম।