টোকিও অলিম্পিক্সে নতুন করে আশার সঞ্চার করেছে ভারতীয় হকি দল। ৪১ বছরের খরা কাটিয়ে ফের অলিম্পিক্সে পদক জিতেছিল ভারত। জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে। সম্প্রতি দারুণ ফর্মে রয়েছেন হরমনপ্রীত সিংহ, হার্দিক সিংহরা। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়ান গেমসে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। অলিম্পিক্সে পদক জয়ের আশা করছেন ভারতের হকি প্রেমীরা।