Happy Birthday Virat Kohli: বিরাট কোহলির জন্মদিনে দেখে নিন ৫ বিরাট রেকর্ড

শনিবারই ৩৪ বছরে পা দিলেন বর্তমানে ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। বর্তমানে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ায় রয়েছেন তিনি।

ভারতের প্রাক্তণ এই অধিনায়ক ভারতীয় দলকে টেস্ট ম্যাচ, ওয়ানডে ক্রিকেট ও টি টোয়েন্টি প্রতিটি ফরম্যাটেই সফলভাবে নেতৃত্ব দিয়েছেন। তিনি ৫৬ টি টেস্ট ম্যাচের মধ্যে ৩৮ টি টেস্ট ম্যাচেই জয় এনে দিয়েছেন। অস্ট্রেলিয়ান কিংবদন্তী ক্যাপ্টেন রিকি পন্টিংয়ের মতো বিরাটেরও অধিনায়ক হিসেবে ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে ব্যাক-টু-ব্যাক টেস্ট সিরিজ জেতানোর রেকর্ড রয়েছে।

প্রথম এশিয়ান ক্যাপ্টেন যে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতেছিলেন। ২০১৯ সালে বর্ডার গাভাস্কার ট্রফি ২০১৮-১৯ সালে ২-১ এ অস্ট্রেলিয়াকে হারিয়ে দেন।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের অধিকারী তিনি। তিনি মাত্র ১১৩ ম্যাচে ৩৯৩২ রান করেছেন।টি-টোয়েন্টিতে ভারতের হয়ে 36টি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি রয়েছে কোহলির।চলতি টি-২০ বিশ্বকাপের আসরেই সচিনের থেকে সীমিত ওভারের আইসিসি ইভেন্টে সব থেকে বেশি বার ৫০ রানের গণ্ডি টপকানোর রেকর্ড ছিনিয়ে নেন বিরাট কোহলি। তেন্ডুলকর ওয়ান ডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে মোট ২৩ বার ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকান।

ওডিআইতে দ্রুততম রান ১০ হাজার করেছেন বিরাট।তিনি কিংবদন্তী ব্যাটসম্যান লিটল মাস্টার(Little Master) সচিন তেন্ডুলকরের রেকর্ডকে ছাপিয়ে এক নম্বরে উঠে এসেছেন।গত দক্ষিণ আফ্রিকা সফরেই সচিনের থেকে এই রেকর্ড ছিনিয়ে নেন বিরাট। সচিন দেশের বাইরে ১৪৭টি ওয়ান ডে ম্যাচে ৫০৬৫ রান সংগ্রহ করেছেন। কোহলি দেশের বাইরে ১১২টি ওয়ান ডে ম্যাচে ৫২০৬ রান সংগ্রহ করেছেন।

কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে ৭১ টি সেঞ্চুরি করেছেন। তিনি মোট ৪৭৭টি ম্যাচে এই রেকর্ডের অধিকারী হয়েছেন। তিনি বর্তমানে সচিন তেন্ডুলকরের(১০০ টি সেঞ্চুরি)থেকে ২৯ টি সেঞ্চুরিতে পিছিয়ে রয়েছেন।
