২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে একা হাতে জয়ের দোরগোড়ায় নিয়ে যান বিরাট কোহলি। এই ম্যাচে কোহলি ৫৩ বলে চারটি ছক্কা ও ছয়টি চারের সাহায্যে অপরাজিত ৮২ রান করে দলকে জয়ী করেন।
২০১৬ এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির ৪৯ রানের ইনিংসটি অমূল্য এবং এখনও টি-টোয়েন্টিতে তাঁর সেরা ইনিংসগুলির মধ্যে একটি। ভারত সেই ম্যাচে ৫ উইকেটে জয়লাভ করে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে বিরাট কোহলির অপরাজিত ৭২ রানের ইনিংস এখনও তাঁর সেরা ইনিংসগুলির মধ্যে একটি। এই ম্যাচে ৬ উইকেটে জয়লাভ করে ভারত। ম্যাচ সেরা হন বিরাট।
২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোহলির ৫১ বলে অপরাজিত ৮২ রান বিরাটের সেরা ইনিংসগুলির মধ্যে একটি।
দুবাইতে এশিয়া কাপ ২০২২ সুপার ৪ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলি তাঁর প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি করেন। সেই ম্যাচে ভারত ১০১ রানে জয় পায়।
২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিরাট কোহলির অপরাজিত ৭০ রানের ইনিংস। কিং কোহলির সেরা টি-টোয়েন্টি ইনিংসগুলির মধ্যে একটি। এই ম্যাচে ভারত ক্যারিবিয়ানদের ৬৭ রানে পরাজিত করে।