img

Follow us on

Friday, May 17, 2024

IPL 2023: টানা চার ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের নীচের দিকে কলকাতা! নাইটদের ৪৯ রানে হারিয়ে শীর্ষে চেন্নাই

জেনে নিন আইপিএলে হার-জিতের ব্যবধানে কোন স্থানে কারা

img

ম্যাচ শেষে।

  2023-04-24 16:51:51

মাধ্যম নিউজ ডেস্ক: ফের হারল কলকাতা নাইট রাইডার্স। তাও আবার ঘরের মাঠে। রবিবার ইডেনে চেন্নাই সুপার কিংসের কাছে ৪৯ রানে হেরে চলতি আইপিএলে (IPL 2023) পয়েন্ট তালিকায় আট নম্বরেই রইল কেকেআর (KKR)। আর এই জয়ের সুবাদে সিএসকে পয়েন্ট তালিকায় শীর্ষে পৌঁছে গেল।

ম্যাচ আপডেট

টসে হেরে প্রথমে ব্যাট করে চেন্নাই ৪ উইকেটে তোলে ২৩৫ রান। যা এবারের আইপিএলে সর্বাধিক রান। অজিঙ্কা রাহানে, শিবম দুবের ঝোড়ো ব্যাটিংয়ের সামনে দাঁড়াতে পারেননি কেকেআরের বোলাররা। রাহানে ২৯ বলে ৭১ রানে অপরাজিত থাকেন। দুবের সংগ্রহ ২১ বলে ৫০। হাফ-সেঞ্চুরি হাঁকান ডেভন কনওয়ে। জবাবে নাইটরা তেমন কোনও লড়াই ছুড়ে দিতে পারেনি। জেসন রয় ৬১ ও রিঙ্কু সিং অপরাজিত ৫১ রান করলেও বাকিরা এক কথায় ব্যর্থ। তার ফলে ৮ উইকেটে ১৮৬ রানেই থেমে যায় নাইটদের ইনিংস।

আরও পড়ুুন: রবীন্দ্রজয়ন্তীতে সায়েন্স সিটি অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ?

গ্যালারি ছিল ধোনির পক্ষে

ইডেন কেকেআরের হোম গ্রাউন্ড হলেও রবিবার রাতে বিপুল সমর্থন ছিল ধোনির পক্ষে। গ্যালারি জুড়ে দাপিয়ে বেড়াল হলুদ জার্সিধারীরা। আসলে অনেকেই ভেবেছেন, ধোনি শেষ ম্যাচ খেলে ফেললেন ইডেনে। ম্যাচ শেষে মাহি বলেন, ‘ইডেনের দর্শকদের ভালোবাসায় আমি আবেগাপ্লুত। ওরা আমাকে বিদায় জানাতে এসেছে। আশা করব, পরের ম্যাচে নাইটদের পক্ষে এমনভাবেই দর্শকরা গলা ফাটাবে।’ ম্যাচের নায়ক অজিঙ্কা রাহানের গলায় শোনা গেল ক্ষোভের সুর। কারণ, গত বছর তিনি কেকেআর দলে ছিলেন। কিন্তু নিয়মিত তাঁকে খেলানো হত না। পরে ছেড়ে দেওয়া হয়। সেই সুযোগ লুফে নেয় চেন্নাই। অল্প টাকায় রাহানেকে দলে নিয়ে বড় ডিভিডেন্ট ঘরে তুলছে সিএসকে। দুরন্ত ছন্দে রাহানে।

চলতি আইপিএলে পয়েন্ট টেবিল

দল মোট ম্যাচ জয়  হার  পয়েন্ট (রান রেট ও ম্যাচ জয়ের ভিত্তিতে)
চেন্নাই সুপার কিংস ১০
রাজস্থান রয়্যালস ০৮
লখনউ সুপার জায়ান্ট ০৮
গুজরাট টাইটান্স ০৮
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ০৮
পাঞ্জাব কিংস ০৮
মুম্বই ইন্ডিয়ান্স ৬  ০৬
কলকাতা নাইট রাইডার্স ৭   ৫ ০৪
সানরাইজার্স হায়দ্রাবাদ ০৪
দিল্লি ক্যাপিটালস ০২

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

KKR

Chennai

Kolkata Knight Riders

ipl 2023

Eden Gardens

CSK

IPL Point Table


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর