img

Follow us on

Monday, May 20, 2024

Rishabh Pant: অস্ত্রোপচারের জন্য নিয়ে যাওয়া হতে পারে লন্ডন! কবে মাঠে ফিরবেন ঋষভ পন্থ?

কার্যত ওষুধে তেমন কাজ না দেওয়ার ফলেই পন্থের অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

img

ঋষভ পন্থ।

  2023-01-05 16:24:37

মাধ্যম নিউজ ডেস্ক: ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় ক্রিকেট মাঠে ফেরাই অনিশ্চিত হয়ে পড়েছে ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের। ঋষভের চোটের যা অবস্থা তাতে তিনি কবে মাঠে ফিরতে পারবেন,আদৌ আর ক্রিকেটটা খেলতে পারবেন কিনা তা নিয়ে নানা জল্পনা চলছে। মুম্বইয়ে পন্থের চিকিৎসার দায়িত্বে রয়েছেন কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল অ্যান্ড মেডিক্যাল রিসার্চ ইন্সস্টিটিউটের সেন্টার ফর স্পোর্টস মেডিসিনের প্রধান এবং অর্থোস্কোপি অ্যান্ড সোল্ডার সার্ভিসের ডিরেক্টর দীনেশ পার্দিওয়ালা। চিকিৎসকদের সর্বক্ষণের নজরদারিতে রাখা হয়েছে পন্থকে।

বোর্ডের উদ্যোগেই মুম্বই যাত্রা

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্দেশেই পন্থকে দেরাদুন হাসপাতাল থেকে  চিকিৎসার জন্য মুম্বইয়ে নিয়ে যাওয়া হয়েছে। বোর্ডের এক সূত্র জানিয়েছেন, পন্থের চোটের ধরন যা, তাতে অন্তত চার মাস লাগবে সেরে উঠতে। মাঠে ফিরতে অন্তত দরকার ছ’মাস। আর একটি সূত্রে জানানো হয়েছে, পন্থের বাইশ গজে ফিরতে অন্তত পক্ষে নয় মাস সময় লাগবে। এর ফলে শ্রীলঙ্কা,নিউজিল্যান্ড,অস্ট্রেলিয়া সিরিজ এবং আইপিএলে কোনও ভাবেই খেলা হবে না পন্থের। জুন মাসে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেখানে যদি ভারত খেলতে পারে, তা হলে ওই ম্যাচে পন্থকে মাঠে দেখা যেতে পারে। সেটাও নির্ভর করছে কতটা দ্রুত চিকিৎসায় সাড়া দিয়ে তিনি সেরে ওঠেন তার উপরে।

আরও পড়ুন: আগুন ঝড়ানো বোলিং! ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করে রেকর্ড উমরান মালিকের

বোর্ডের চিকিৎসকেরা জানাচ্ছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে রবীন্দ্র জাডেজা লিগামেন্টে ঠিক যে ধরনের চোট পেয়েছিলেন, পন্থের চোটের ধরনও সে রকমই। কার্যত ওষুধে তেমন কাজ না দেওয়ার ফলেই পন্থের অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ড জানাচ্ছে, ডঃ দীনেশ পার্দিওয়ালার নেতৃত্বে পন্থের হাঁটুতে অস্ত্রোপচার করা হবে। কিন্তু এখানেই শেষ নয়। দেশের চিকিৎসায় যদি কাজ না হয়, সেক্ষেত্রে পন্থকে বিদেশে নিয়ে যাওয়া হতে পারে বলেও খবর। তাঁকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হতে পারে। সেখানে ঋষভের অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। তবে আগে মুম্বইয়ে চিকিৎসায় কী প্রভাব পড়ছে তা দেখা হবে। তারপরই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

Tags:

Rishabh Pant

London

rishabh pant will undergo double surgery at london


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর