img

Follow us on

Monday, May 20, 2024

IPL 2023: প্রকাশিত হল আইপিএলের সূচি, ম্যাচ কবে শুরু ও শেষ, জানুন বিস্তারিত

IPL 2023: গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হবে আইপিএল ২০২৩।

img

আইপিএল ২০২৩-এর পূর্ণ তালিকা প্রকাশ

  2023-02-17 19:11:06

মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছর আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। মহিলা আইপিএলের সূচি ঘোষণা আগেই হয়ে গিয়েছিল। এবার পুরুষদের আইপিএলেরও পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করল বিসিসিআই। ৩১ মার্চ থেকে শুরু হবে প্রতিযোগিতা। আর ফাইনাল খেলা হবে ২৮মে। গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হবে আইপিএল ২০২৩। ৩১ মার্চ আইপিএল ২০২৩-এর উদ্বোধনী ম্যাচে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবেন মহেন্দ্র সিং ধোনি ও হার্দিক পান্ডিয়া ব্রিগেড। ২৮ মে ফাইনালও হবে মোদি স্টেডিয়ামেই।

আইপিএল-এর সূচি

আইপিএল ২০২৩-এও ১০টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ 'এ'-তে রয়েছে– মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়েন্টস। অপরদিকে গ্রুপ 'বি'তে রয়েছে – চেন্নাই সুপার কিংস, পাঞ্জাব সুপার কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ, রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং গুজরাট টাইটান্স। এবারের আইপিএলের গ্রুপ পর্বে মোট ৭০ টি ম্যাচ হবে। ৩১ মার্চ প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মুখোমুখি হবে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। আর ২১ মে হবে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ। মুখোমুখি হবে আরিসিবি ও গুজরাট। আবার, আইপিএল পূর্বের ন্যায় প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজির শহরে ফেরায় প্রতি দলকে ৭টি করে হোম ম্যাচ ও ৭টি করে অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে।

আরও পড়ুন: শামির ৪ উইকেট! জাদেজা-অশ্বিনের দুরন্ত বলে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ ২৬৩ রানে

এবারে মোট ১২টি মাঠে হবে আইপিএলের আসর। দশ দলের ১০টি মাঠ ছাড়াও আরও ২টি মাঠও রয়েছে। মাঠগুলি হল আমদাবাদ, মোহালি, লখনউ, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা, জয়পুর, মুম্বই, গুয়াহাটি ও ধরমশালা।

উল্লেখ্য, ১ এপ্রিল অ্যাওয়ে ম্যাচ দিয়ে কেকেআর তাদের আইপিএলে অভিযান শুরু করবে। কেকেআরের বিপক্ষ দল পাঞ্জাব কিংস। কলকাতার দলটি খেলতে যাবে মোহালিতে। এর পর ৬ এপ্রিল কেকেআর ইডেন গার্ডেন্সে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে।

প্রসঙ্গত, চলতি বছরের ৪ মার্চ থেকে শুরু হচ্ছে প্রথম মহিলা আইপিএল। পনেরো দিন ধরে যা চলবে। ফাইনাল হবে আগামি ২২ মার্চ।  মহিলা আইপিএল নিয়ে এমনিতেই উন্মাদনা তুঙ্গে, তারই মধ্যে পুরুষদের আইপিএল নিয়েও সূচি ঘোষণা করা হল। মহিলা আইপিএল নিয়ে পুরোদমে কাজ শুরু করে দিয়েছে বোর্ড।

Tags:

ipl 2023

Full schedule of IPL 2023

Women IPL 2023


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর