img

Follow us on

Sunday, May 19, 2024

India vs Bangladesh: ঈশানের দ্বি-শতরান, কোহলির সেঞ্চুরি! ২২৭ রানে বাংলাদেশকে হারাল ভারত

নিয়মরক্ষার ম্যাচে রেকর্ডের পর রেকর্ড

img

ঈশান কিষাণ দ্বিশতরানের পর।

  2022-12-11 00:39:31

মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে রেকর্ডের পর রেকর্ড গড়লেন ঈশান কিষান, বিরাট কোহলি। প্রথম জন হাঁকালেন ডাবল সেঞ্চুরি। আর বিরাট কোহলি থামলেন শতরান করে। দুই ব্যাটসম্যানের সৌজন্যে ভারত নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশকে হারাল ২২৭ রানে। এই জয় হয়তো হোয়াইট ওয়াশের হাত থেকে ভারতকে বাঁচালো ঠিকই, কিন্তু সিরিজ ২-১ ব্যবধানে জিতল বাংলাদেশ।

ম্যাচের নায়ক ঈশান

চট্টগ্রামে শনিবারের মাচের নায়ক ঈশান কিষান। ১৩১ বলে তাঁর সংগ্রহ ২১০ রান। দ্বিশতরান করতে তার লেগেছে ১২৬টি বল। যা একদিনের ক্রিকেটে দ্রুততম। ঈশান ভেঙে দিলেন ক্রিস গেইলের রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজ তারকা ২০১৫ সালের বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৩৮ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন। শুধু তাই নয়, সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করলেন ঈশান। তিনি পিছনে ফেললেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে। এদিনের ম্যাচে ঈশানকে যোগ্য সঙ্গত দিয়েছেন বিরাট কোহলি ৯১ বলে করেছেন ১১৩ রান। একদিনের ফরম্যাটে এটি তার ৪৪তম সেঞ্চুরি। একই সঙ্গে মোট আন্তর্জাতিক শতরানের তালিকায় রিকি পন্টিংকে টপকে গেলন তিনি। পন্টিং ৭১টি সেঞ্চুরি করেছেন। কোহলির ঝুলিতে ৭২টি শতরান। শীর্ষে শচীন তেন্ডুলকর (১০০টি)।

আরও পড়ুন: আগামী তিন মাসে টানা ম্যাচ টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কার সঙ্গে খেলা ইডেনেও

ম্যচের ইতিউতি

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ভারত তোলে ৪০৯ রান। যা বাংলাদেশের বিরুদ্ধে এই ফরম্যাটে সবচেয়ে বেশি রান। চোটের কারণে খেলেননি রোহিত শর্মা। তাঁর জায়গায় শিখর ধাওয়ানের সঙ্গে ওপেন করেন ঈশান কিষান। শুরুতেই ফিরে যান শিখর। তবে সেই ধাক্কা সামলে ঈশানের সঙ্গে জুটি বেঁধে বিরাট কোহলি দ্বিতীয় উইকেটে ২৯০ রানের রেকর্ড পার্টনারশিপ গড়েন। ঈশান আউট হওয়ার পর ভারতের বাকি ব্যাটসম্যানরা দ্রুত মাঠ ছাড়েন। না হলে স্কোর আরও বেশি হতে পারত। শ্রেয়স আইয়ার ৩, লোকেশ রাহুল ৮ রান করে আউট হন। অক্ষর প্যাটেল ২০ ও ওয়াশিংটন সুন্দর ৩৭ রান যোগ করেন।
বাংলাদেশ জবাবে ৩৪ ওভারে ১৮২ রানে অলআউট হয়ে যায়।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Tags:

Chittagong

india vs ban 3rd odi

virat kohli century

ishan kishan double ton


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর