img

Follow us on

Saturday, May 18, 2024

Asian Games 2023: লক্ষ্যভেদ! শ্যুটারদের হাত ধরে এশিয়ান গেমসে ষষ্ঠ সোনা ভারতের

উশুতেও এল পদক, রুপো জিতলেন মণিপুরের রোশিবিনা দেবী

img

সোনাজয়ী শ্যুটাররা।

  2023-09-28 09:52:54

মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ান গেমসে পঞ্চম দিনের শুরুতেই সাফল্য। বৃহস্পতিবার সকালে পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতলেন ভারতের সরবজ্যোৎ সিং, শিবা নারওয়াল ও অর্জুন সিং চিমা। তাঁদের স্কোর মোট ১৭৩৪ পয়েন্ট। ১ পয়েন্ট কম পাওয়ায় রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল চিনকে। তৃতীয় স্থানে শেষ করল ভিয়েতনাম। এই সোনা জয়ের ফলে এশিয়ান গেমসে ভারতের পদকের সংখ্যা হল ২৪। তার মধ্যে ৬টি সোনা, ৮টি রুপো ও ১০টি ব্রোঞ্জ রয়েছে।

উশুতে পদক 

পঞ্চম দিন সকালে ভারতকে এশিয়ান গেমস (Asian Games 2023) থেকে রুপো এনে দিলেন মণিপুরের অ্যাথলিট রোশিবিনা দেবী। এবারের এশিয়াডে উশু (Wushu) থেকে ভারতের এটি প্রথম পদক জয়। ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে মহিলাদের ৬০ কেজি বিভাগে উশুতে সান্দায় ব্রোঞ্জ পেয়েছিলেন রোশিবিনা দেবী। এ বার হানঝাউতে তিনি পদকের রং বদলে ফেললেন।

#Cheer4India#JeetegaBharatpic.twitter.com/cBkmJigM5B— SAI Media (@Media_SAI) September 28, 2023

এশিয়ান গেমসে যাওয়ার আগে থেকেই উশু প্লেয়াররা আলোচনায়। অরুণাচলের তিন অ্যাথলিটকে ভিসা দেয়নি চিন। তাতে যে টিমের মনোবলে ধাক্কা লেগেছিল, তাতে সন্দেহ নেই। কিন্তু হানঝাউ গেমসে নেমে সে সব ভুলে পদকে ফোকাস করেছিলেন অ্যাথলিটরা। তারই ফসল রোশিবিনার রুপো।

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

Tags:

Madhyom

Shooting

bangla news

Asian Games 2023

gold 


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর