img

Follow us on

Monday, May 20, 2024

Roger Federer: ‘‘২৪ ঘণ্টার মতো কেটে গেল ২৪টা বছর...’’, টেনিসকে বিদায় জানালেন ‘রাজা’ রজার

‘‘এমন দিন দেখতে হবে ভাবিনি...’’ ফেডেরারকে আবেগাপ্লুত চিঠি নাদালের

img

বিদায়: রজার ফেডেরার।

  2022-09-16 09:13:58

মাধ্যম নিউজ ডেস্ক: এক যুগের অবসান। চোটের কাছে হার মেনে টেনিস কোর্টকে আলবিদা জানাচ্ছেন সুইস কিংবদন্তি রজার ফেডেরার (Roger Federer)। আগামী সপ্তাহে লন্ডনে অনুষ্ঠিত লেভার কাপেই (Laver Cup) শেষবার দেখা যাবে ফেডেরারকে। বৃহস্পতিবার রাতে লম্বা ট্যুইট করে  ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক ফেডেরার জানিয়ে দিয়েছেন,অবসরের কথা। 

চোটের কারণে বেশ কিছুদিন কোর্টের বাইরে ছিলেন তিনি। তাঁর ফেরা নিয়ে জল্পনা চলছিল। এরই মধ্যে চরম সিদ্ধান্তের ঘোষণা। জানালেন টেনিস কোর্টে ২৪টা বছর তাঁর কাছে ২৪ ঘণ্টার সমান। ফেডেরার লিখেছেন, ‘গত তিন বছরে বহু বাধার মুখে পড়েছি। বার বার চোট এবং অস্ত্রোপচার হয়েছে। খেলায় ফিরতে চেয়েছি। কঠোর পরিশ্রম করেছি। কিন্তু নিজের শারীরিক সক্ষমতা কতটা তা আমি জানি। গত কয়েক দিনে নিজের ভবিষ্যৎ পরিষ্কার বুঝতে পেরেছি। এখন আমার বয়স ৪১ বছর। গত ২৪ বছরে দেড় হাজারেরও বেশি ম্যাচ খেলেছি। যা ভেবেছিলাম, টেনিস তার থেকে অনেক বেশি দিয়েছে। প্রতিযোগিতামূলক টেনিসে আমার সময় শেষ।  লন্ডনে লেভার কাপই আমার শেষ এটিপি প্রতিযোগিতা।’ 

তবে, সমর্থকদের হতাশ হতে মানা করেছেন কিংবদন্তি। ট্যুইট বার্তায় জানিয়েছেন, ভবিষ্যতে  অনেক টেনিস খেলবেন। কিন্তু গ্র্যান্ড স্ল্যাম বা ট্যুরে আর তাঁকে দেখা যাবে না। তিনি লেখেন, 'এই সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন ছিল। কারণ, টেনিস থেকে অনেক কিছু পেয়েছি। তবে, একই সঙ্গে আমার কাছে উচ্ছ্বাস করার মতো অনেক কিছু রয়েছে। আমি নিজেকে এই বিশ্বের সব থেকে ভাগ্যবান মানুষ বলে মনে করি। যে পর্যায়ের টেনিস খেলেছি এবং যে সময় ধরে খেলেছি, তা কোনও দিন ভাবতে পারিনি।’

আরও পড়ুন: বাঘ আঁকা জাম্বো বিমানে করে ভারতে আনা হচ্ছে চিতা

রাজা রজারের বিদায়ে ব্যথিত বন্ধু নাদাল। ফেডেরারের অবসর ঘোষণার পরেই তাঁর সব থেকে কঠিন প্রতিপক্ষ রাফায়েল নাদাল জানালেন, তিনি কখনও চাননি যে এই দিনটা আসুক। ট্যুইট বার্তায় স্প্যানিশ তারকা লিখেছেন,‘কখনও চাইনি এই দিনটা আসুক। আমার ও পুরো খেলার জগতের জন্য খুব দুঃখের দিন। তোমার সঙ্গে এতগুলো বছর খেলতে পারা আমার কাছে সম্মানের। কোর্ট ও কোর্টের বাইরে আমরা অনেক ভাল মুহূর্ত কাটিয়েছি।’

ফেডেরারকে নিজের ‘বন্ধু’ ও একই সঙ্গে ‘প্রতিপক্ষ’ বলে উল্লেখ করে তিনি লিখেছেন, ‘ভবিষ্যতে আমাদের একসঙ্গে অনেক মুহূর্ত কাটানো বাকি। একসঙ্গে অনেক কিছু করা বাকি। আমি সেটা জানি। আশা করছি, তুমি, মিরকা ও তোমার সন্তানরা আনন্দে থাকবে। লন্ডনে দেখা হচ্ছে।’

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Tags:

Roger Federer Announces Retirement

Nadal letter to Roger Federer

Tennis


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর