img

Follow us on

Tuesday, May 14, 2024

Australian Open 2024: অস্ট্রেলিয়ান ওপেনে ইতিহাস, বিশ্বের ২৭ নম্বরকে হারালেন ভারতের নাগাল

Sumit Nagal: ৩৫ বছর পরে গ্ল্যান্ডস্ল্যামে বাছাইকে হারালেন কোনও ভারতীয়! সুমিতের ‘নাগাল’ পেলেন না ৩১ নম্বর

img

নানা সময়ে টেনিস কোর্টে প্রত্যয়ী সুমিত নাগাল।

  2024-01-16 18:16:12

মাধ্যম নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে ইতিহাস গড়লেন ভারতের সুমিত নাগাল। পুরুষদের সিঙ্গলসে প্রথম রাউন্ডে বিশ্বের ২৭ নম্বর খেলোয়াড় অ্যালেক্সান্ডার বুবলিককে হারিয়ে দিলেন ভারতের টেনিস তারকা। ঙ্গলবার মেলবোর্নে ছয় নম্বর কোর্টে কাজাখস্তানের অ্যালেক্সজান্ডার বুবলিককে ৬-৪, ৬-২, ৭-৬ (৭-৫) ব্যবধানে পরাজিত করেন ভারতীয় তারকা। যিনি আপাতত এটিপির ক্রমপর্যায়ে ১৩৯ নম্বরে রয়েছেন। কেরিয়ারের নাগালের সর্বোচ্চ র‍্যাঙ্কিং ছিল ১২২।

সুমিতের রেকর্ড

১৯৮৯ সালের পর প্রথম কোনও ভারতীয় টেনিস তারকা গ্র্যান্ড স্ল্যামে বাছাই খেলোয়াড়কে হারিয়ে দিলেন। নাগালের আগে এই কীর্তি গড়েছিলেন রমেশ কৃষ্ণণ। হারিয়েছিলেন সেই সময়কার ক্রমতালিকায় এক নম্বর ম্যাটস উইল্যান্ডারকে। সেই ম্যাচটিও ছিল অস্ট্রেলিয়ান ওপেনের।  ৩৫ বছর পরে গ্র্যান্ডস্ল্যামে কোনও বাছাই খেলোয়াড়কে হারানোর নজির গড়েছেন সুমিত। যিনি কোয়ালিফায়ার-পর্বের গণ্ডি পেরিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের মূলপর্বে খেলার সুযোগ পেয়েছেন। আর তাতেই বাজিমাত করলেন।

মঙ্গলবার কাজাখস্তানের অ্যালেক্সান্ডার বুবলিককে স্ট্রেট সেটে হারিয়ে দেন নাগাল। টেনিস বিশ্বে সাসা নামে পরিচিত বুবলিক। ক্রমতালিকায় তিনি ২৭ নম্বর। অস্ট্রেলিয়ান ওপেনে তিনি ৩১ নম্বর বাছাই। প্রথম রাউন্ডে শুরুটা দুর্ধর্ষ করেন নাগাল। ম্যাচের প্রথম গেমেই বুবলিকের সার্ভিস ব্রেক করেন। কিন্তু পরের গেমে নিজের সার্ভ ধরে রাখতে ব্যর্থ হন। ফলে দ্বিতীয় গেমের শেষে স্কোর দাঁড়ায় ১-১। তারপর ফের দু'বার কাজাখস্তানের খেলোয়াড়ের সার্ভিস ব্রেক করে ৪২ মিনিটেই ৬-৪ গেমে প্রথম সেট জিতে ফেলেন ২৬ বছরের নাগাল। নাগাল জেতেন ৬-৪, ৬-২, ৭-৬ গেমে। শেষ সেট গড়ায় টাইব্রেকারে, সেখানে নাগাল জেতেন ৭-৫ ব্যবধানে।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Tennis

Australian Open 2024

Sumit Nagal


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর