img

Follow us on

Sunday, May 19, 2024

Pathaan: ভারতীয় সিনেমায় এই প্রথম! ৩ দিনে ৩১৩ কোটি! 'পাঠান' ঝড়ে কাঁপছে বক্স অফিস

Pathaan: প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, তিন দিনেই ‘কেজিএফ ২’-কেও হারিয়ে দিয়েছে ‘পাঠান’।

img

Shah_Rukh_Khan_(1)

  2023-01-28 22:59:18

মাধ্যম নিউজ ডেস্ক: ৩ দিনেই ৩০০ কোটি পার! সমস্ত বিতর্ক উড়ে গেল 'পাঠান' ঝড়ে। প্রতিদিনই বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ছে শাহরুখ-দীপিকা-জনের ‘পাঠান’। সবচেয়ে দ্রুত বিশ্ব বক্স অফিসে ৩০০ কোটি টাকা কামানো বলিউড ছবির তকমা পেল 'পাঠান'। সূত্রের খবর, মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী এই ছবির কালেকশন দাঁড়িয়েছে ৩১৩ কোটি টাকা। এর আগে বলিউডের আর কোনও ছবি এই নজির গড়তে পারেনি। এর পাশাপাশি জানা গিয়েছে, অতিমারির পর ‘পাঠান’ই প্রথম হিন্দি ছবি যা মুক্তির দিনে সর্বোচ্চ আয় করেছে।

নতুন পালক ‘পাঠান’-এর তাজে

'পাঠান' ঝড়ের প্রভাব ক্রমে ছড়িয়ে পড়ছে দেশ থেকে বিশ্বে। বিশ্বজুড়ে বক্স-অফিসে তৃতীয় দিনেও চোখ কপালে ওঠার মত ব্যবসা করেছে এই ছবি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'পাঠান' মাত্র ৩ দিনেই দেশে প্রায় ১৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। সবমিলিয়ে দেশ-বিদেশ জুড়ে ৩ দিনে 'পাঠান'-এর ব্যবসার অঙ্ক ছাড়িয়ে গেল ৩১৩ কোটি টাকা। দেশের আর কোনও হিন্দি ছবি প্রথম তিন দিনে এত টাকা আয় করতে পারেনি। এই সাফল্যের নজির নেই। গত বছর মুক্তি পেয়েছিল ‘কেজিএফ ২’। এত দিন পর্যন্ত ভারতীয় ছবির প্রথম দিনের ব্যবসার নিরিখে শীর্ষে ছিল এই ছবি। কিন্তু প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, তিন দিনেই ‘কেজিএফ ২’-কেও হারিয়ে দিয়েছে ‘পাঠান’

দীর্ঘ ৪ বছর পর কামব্যাক বাদশার!

চারবছর পর সিনেপর্দায় আগমণ কিং খানের। আগের ছবি জিরো বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। কিন্তু চারবছর পর পাঠান হয়ে ফিরে এসে শাহরুখ ভাঙলেন সব রেকর্ড। এখন বক্স অফিসে শুধুই ‘পাঠান’-এর রাজত্ব। তবে এই ছবি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে। কিন্তু বয়কট, বিতর্কের মাঝেও শাহরুখের পাঠান বক্স অফিসে দাপিয়ে ব্যবসা করছে। তবে মনে করা হচ্ছে, রবিবার ‘পাঠান’-এর রোজগার আরও বাড়তে পারে।

‘পাঠান’-এর তিনদিনের আয়

২৫ তারিখ মুক্তির দিন নজির গড়েছিল শাহরুখের এই ছবি। শুধু দেশেই ৫৭ কোটি টাকার ব্যবসা করে ফেলেছিল। বিশ্বের নিরিখে রোজগারের অঙ্ক প্রথম দিনেই পেরিয়েছিল ১০০ কোটির গণ্ডি। ছবি মুক্তির দিনে দেশে ৫৭ কোটি ও বিদেশে ৪৯ কোটি, মোট ১০৬ কোটি টাকার ব্যবসা করেছিল। দ্বিতীয় দিনের আয় দেশে ৭০.৫০ কোটি ও বিদেশে ৪৩.১০ কোটি, মোট ১১৩.৬০ কোটি টাকা। তৃতীয় দিনের আয় দেশে ৩৯.২৫ কোটি ও বিদেশে ৫৪.১৫ কোটি, মোট ৯৩.৪০ কোটি টাকা। ফলে তিনদিনে দেশ-বিদেশ মিলিয়ে ‘পাঠান’-এর আয় দাঁড়াল মোট ৩১৩ কোটি।

কিং খানের ধামাকাদার কামব্যাকে নিজেদের আবেগ চেপে রাখতে পারেননি অগণিত শাহরুখ খান ভক্তরা। তবে শাহরুখ অনুরাগীদের পাশাপাশি বলিউডের তারকারাও পাঠান-এর প্রশংসায় পঞ্চমুখ। রাভিনা ট্যান্ডন, শিল্পা শেঠি পাঠান-এর প্রশংসা করে ট্যুইট করেছেন।  

[/tw]

Tags:

Shah Rukh Khan

Pathaan

Pathaan Box Office Collection Day


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর