National Science Day: জাতীয় বিজ্ঞান দিবসে দেখে নিন বলিউডের সায়েন্স ফিকশন
2023-02-28 16:44:43
আজ ২৮ ফেব্রুয়ারি। প্রতি বছর এই দিনটিকে জাতীয় বিজ্ঞান দিবস (National Science Day) হিসেবে পালন করা হয়। সায়েন্স ফিকশন ছবি নিয়ে দর্শকের আগ্রহ থাকেই। যে কারণে হলিউডের ছবি তাঁদের এত পছন্দ। বলিউডেও তৈরি হয়েছে এরকম বেশ কয়েকটি সায়েন্স ফিকশন। আজ জাতীয় বিজ্ঞান দিবসে তারই কয়েকটি। কোয়ি মিল গয়া হল তার মধ্যে একটি। ২০০৩ সালের এই কল্পকাহিনী চলচ্চিত্রে অভিনয় করেছিলেন ঋত্বিক রোশন এবং প্রীতি জিনতা।
জগন শক্তি দ্বারা পরিচালিত এই মিশন মঙ্গল সিনেমায় অক্ষয় কুমার, তাপসী পান্নু, বিদ্যা বালান, সোনাক্ষী সিনহা, নিথ্যা মেনেন, কীর্তি কুলহারি অভিনয় করেন। সিনেমাটি ISRO-এর মার্স অরবিটার মিশন বা ২০১৩ সালে চালু করা মঙ্গলযানের একটি কাল্পনিক বিবরণ৷
রা. ওয়ান ২০১১ সালের সবচেয়ে আলোচিত চলচ্চিত্রগুলির মধ্যে একটি। সাই-ফাই ফিল্মটিতে শাহরুখ খান, কারিনা কাপুর খান এবং অর্জুন রামপাল প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। 'Ra.One' তার অসাধারণ VFX এর জন্য পরিচিত।
২০১০ সালে মুক্তিপ্রাপ্ত, 'রোবট'-এ রজনীকান্ত এবং ঐশ্বর্য রাই বচ্চন প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন। এটি ব্লকবাস্টার হিট হিসাবে ঘোষণা করা হয়েছিল। ফিল্মের প্লটটি একজন বিজ্ঞানী ভাসিগারনকে ঘিরে আবর্তিত হয়েছিল।
এই ফিল্মটির পটভূমি আজ থেকে বেশ কয়েক বছর পরের। আগামী দিনে দেখা যাবে কার্বনই বায়ুমণ্ডলে পাওয়া একমাত্র গ্যাস এবং অস্তিত্বের জন্য অক্সিজেন কিনতে হবে। দিল্লির বর্তমান পরিবেশগত চ্যালেঞ্জগুলির উপর ফোকাস করে তৈরি এই শর্ট ফিল্ম৷