World Heritage Day: ভারতের ৫টি ঐতিহ্যমণ্ডিত স্থান

প্রতিবছর ১৮ এপ্রিল পালিত হয় ওয়ার্ল্ড হেরিটেজ ডে, এইদিন দেশের ঐতিহ্য, সংস্কৃতি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয়। কর্নাটকের হাম্পি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত। প্রাচীন বিজয়নগর সাম্রাজ্যের মধ্যে অন্তর্গত ছিল হাম্পি। এখানে দ্রাবিড় সংস্কৃতির রীতি দেখা যায়।

মধ্যপ্রদেশের খাজুরাহো হল ইউনেস্কো স্বীকৃতিপ্রাপ্ত এদেশের অন্যতম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। হিন্দু এবং জৈন ধর্মের সাংস্কৃতিক মেলবন্ধন পাওয়া যায় এখানে।

ওড়িশা রাজ্যের কোনারকের সূর্য মন্দির পুরীর খুব কাছেই। ত্রয়োদশ শতকে নির্মিত এই ঐতিহ্যপূর্ণ স্থান দেশের মানুষের কাছে দর্শনীয়।

মহারাষ্ট্রের অজন্তা গুহা এদেশের পুরাতন ঐতিহ্যকে বহন করে চলেছে আজও। বৌদ্ধ স্তূপের আদলে তৈরি এই গুহাতে কারুকার্য চোখে পড়ার মতো।
