Bollywood: আজ বিশ্ব ভাইবোন দিবস, জেনে নিন বলিউডের এই ‘সিবলিং’-দের গল্প
১০ এপ্রিল বিশ্ব ভাইবোন দিবস। আজকে আমরা বলিউডের স্টার ভাই বোনদের নিয়ে আলোচনা করছি। বলিউডে একভাই যখন স্টার হয়ে ওঠেন অন্য ভাই বা বোন তখন লাইমলাইট থেকে দূরে থাকেন। তবে তাতে ভাইবোন সম্পর্ক প্রভাবিত হয়না।
অভিষেক বচ্চন তাঁর পিতামাতার পথকেই বেছে নিয়েছিলেন। অন্যদিকে তাঁর বোন শ্বেতা অভিনয় পেশা এড়িয়ে চলেন।
একতা কাপুর ভারতীয় টেলিভিশন জগতে খ্যাতির শীর্ষে পৌঁছেছেন। অন্যদিকে ভাই তুষার কাপুরের চলচ্চিত্রে দীর্ঘ সফল ক্যারিয়ার নেই।
অর্জুন কাপুর এখন তার বোন জাহ্নবীর ক্যারিয়ারের জন্য ব্যাট করছেন। দুজনেই গ্ল্যামার জগতে গুরুত্বপূর্ণ নাম।
সোনম কাপুর থাকেন ক্যামেরার সামনে এবং বোন রিয়া থাকেন পিছনে। প্রযোজনার জগতে রিয়া পা রেখেছেন।
ফারহান আখতার বলিউডে জনপ্রিয় নাম। অন্যদিকে সহোদরা জোয়াও পরিচালক হিসেবে যথেষ্ট নাম কামিয়েছেন।
শাহিদ কাপুর ও ইশান খট্টর দুজনেই বাইক রাইড করতে ভালবাসেন। সোশ্যাল মিডিয়াতে দুজনের ছবিও দেখা যায়।
কৌশল (ভিকি ও সানি) ভাইরা বি-টাউনে অন্যদের তুলনায় একেবারেই নতুন। তাদের সোশ্যাল মিডিয়ার পোস্ট নিশ্চয় আমাদের দৃষ্টি এড়ায়না।
আয়ুষ্মান খুরানা ও অপারশক্তি খুরানা দুজনেই গ্ল্যামার জগতে নিজেদের পরিচয় তৈরি করেছেন।
Tags: