Movies on August: আপনি সিনেপ্রেমী! দেখে নিন অগাস্টে কী কী রয়েছে আপনার জন্য?

দীর্ঘ চার বছরের অপেক্ষার অবসান। অবশেষে আসছে ‘মেড ইন হেভেন’ সিরিজের দ্বিতীয় সিজন। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে জোয়া আখতার ও রীমা কাগতি পরিচালিত এই ওয়েব সিরিজ। আগামী ১০ অগস্ট ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘মেড ইন হেভেন’-এর দ্বিতীয় সিজন। নতুন সিজনের চিত্রনাট্য আরও টানটান ও জমকালো হতে চলেছে, বলে দাবি পরিচালকের।

শাকিনা আর তারা সিংকে কিন্তু এখনও দিব্যি মনে রেখেছেন ভারতীয় দর্শক। ২০০১ সাল হিট ছবি ‘গদর’। মুখ্য ভূমিকায় ছিলেন অমিশা প্যাটেল ও সানি দেওল। এ বার সেই হিট ছবিরই সিক্যুয়েল তৈরি হয়েছে। আগামী ১১ অগস্ট মুক্তি পেতে চলেছে ‘গদর ২’ ছবি। পরিচালক অনিল শর্মার মতে, দেশের স্বাধীনতা দিবসে এটাই হবে দেশকে দেওয়া তাঁর সেরা উপহার।

রবি যাদব পরিচালিত এই ছবিতে একজন রূপান্তরকামী সমাজকর্মী শ্রীগৌরী সবন্তের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন সুস্মিতা সেন। ছবির টিজার প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত অনুরাগীরা। আগামী ১৫ অগাস্ট ওটিটি প্ল্যার্টফর্মে হতে চলেছে 'তালি'-র ওয়ার্ল্ড প্রিমিয়ার। চেনা ছকের বাইরে বেড়িয়ে 'তালি'-র হাত ধরে, একদম নতুন রূপে অনুরাগীদের কাছে ধরা দিলেন সুস্মিতা সেন। ১৫ অগাস্ট থেকে জিও সিনেমায় সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে 'তালি'।

২০১২ সালে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমারের ছবি ‘ওএমজি- ওহ মাই গড’। তার ১১ বছর পরে মুক্তি পেতে চলেছে দ্বিতীয় ছবি ‘ওএমজি ২’। গত ১১ জুলাই মুক্তি পেয়েছে ছবির প্রথম ঝলক। আগামী ১১ অগস্ট মুক্তি পাওয়ার কথা অক্ষয়ের ছবির। ‘ওএমজি- ওহ মাই গড’ ছবিতে শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করার পর ‘ওএমজি ২’-তে মহাদেবের ভূমিকায় দেখা যেতে চলেছে অক্ষয়কে।
