img

Follow us on

Monday, Apr 29, 2024

Ms. Marvel: 'মিস মার্ভেল'-এ ভারত পাকিস্তান বিভাজনের দৃশ্য দেখে চোখে জল দর্শকদের

এই সিরিজে রয়েছেন ফারহান আখতারও। তাঁর অভিনীত চরিত্রটির নাম ওয়ালিদ।

img

ইমান ভেলানি অভিনীত মিস মার্ভেল

  2022-07-02 19:05:14

মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি ওয়েব সিরিজ হিসাবে ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে উঠেছে ‘মিস মার্ভেল’ (Ms Marvel)। ওটিটি (OTT) প্ল্যাটফর্ম ডিজনি হটস্টারে (Disney Hotstar) এই ওয়েব সিরিজটি রিলিজ করা হয়েছে। হটস্টারের বিভিন্ন ওয়েব সিরিজের থেকে এই সিরিজটি বিশেষ খ্যাতি অর্জন করেছে। কারণ এই সিরিজটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে (MCU) সেট করা হলেও এই ওয়েব সিরিজটির মাধ্যমে ভারত-পাকিস্তান বিভাজনের (India-Pakistan Partition) ছবি তুলে ধরা হয়েছে, যা ভারতীয়দের মন জয় করে নিয়েছে। বিভাজনের ভয়াবহতা এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে দর্শকদের চোখে জল এনে দিয়েছে এই ওয়েব সিরিজটি।

এই সিরিজের কাহিনির কেন্দ্রে রয়েছে কমলা খান (Kamala Khan) নামে এক কিশোরী। সে ক্যাপ্টেন মার্ভেলের (Captain Marvel) ভক্ত। সে এক পাকিস্তানি-মার্কিন কিশোরী। এই ভূমিকায় অভিনয় করছেন ইমান ভেলানি (Iman Vellani) নামের অভিনেত্রী। ব্যক্তিগত জীবনে ইমান কানাডার নাগরিক হলেও, তিনি পাকিস্তানি বংশোদ্ভুত।

গল্পে দেখানো হয়েছে, কমলা তার মায়ের সঙ্গে করাচি গিয়েছে যেখানে তার দিদা থাকেন। আর এই সময়েই বিভাজনের ঘটনাটি তুলে ধরা হয় যা ভারতীয়দের মুগ্ধ করেছে। এমনকি এই সিরিজের অনুরাগীরা দুবার অস্কার জয়ী পরিচালক শারমিন ওবেড-চিনয় (Sharmeen Obaid-Chenoy) ও কাহিনীটির লেখক বিশা কে আলির (Bisha K Ali) প্রশংসা করেছেন ও ট্যুইটারে সেই বিষয়ে কমেন্ট করেছেন।

আরও পড়ুন: শেষে হলিউড সিনেমার পোস্টার 'চুরি'র দায়ে শাহরুখ খানের 'পাঠান'?

সিরিজের চতুর্থ পর্বেই এই ঘটনাটি দেখানো হয়েছে। এর পাশাপাশি করাচি রেলওয়ে স্টেশনের ভয়াবহ ছবিও দেখানো হয়েছে, যখন পাকিস্তান থেকে মানুষেরা তাঁদের বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছিল। সিরিজের একটি দৃশ্যে কমলার দিদাকে বলতে দেখা যায়, “আমার পাসপোর্ট পাকিস্তানি কিন্তু আমার শিকড় ভারতীয়। আর মাঝখানে রক্ত ​​আর বেদনা দিয়ে গড়া একটা সীমানা।“ আর এই সিনটি অনুরাগীদের মুগ্ধ করেছে। এর পাশাপাশি এটি দর্শকদের বিশেষ পছন্দের হওয়ার কারণ হল, এতে ফারহান আখতারও (Farhan Akhtar) রয়েছেন। তাঁর অভিনীত চরিত্রটির নাম ওয়ালিদ (Waleed)। যদিও খুব ছোট একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। কিন্তু তাঁর চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দর্শকদের মধ্যে কেউ বলেন, “কমলার দিদা বিভাজনের গল্পটি সঠিকভাবে বর্ণনা করতে পেরেছেন।“

">

আরও পড়ুন: মেক-আপই 'হিরোর' ভূমিকায় অবতীর্ণ হয়েছে, এমন পাঁচটি সিনেমা

কেউ বলেছেন, “মিস মার্ভেলের বিভাজনের দৃশ্যটি বাস্তবের ঘটনাই লাগছে। আমি খুশী যে এখানে বিভাজনের আসল কাহিনীটি লুকোনো হচ্ছে না।“

কেউ আবার এই সিরিজটিকে ‘মার্ভেল স্টুডিও’-এর ‘মাস্টারপিস’ বলেছেন।

">

 

Tags:

OTT

Ms. Marvel

India-Pakistan Partition

Iman Vellani

Kamala Khan

Kamala Khan karachi station

Disney Hotstar

MCU

Marvel Cinematic Universe


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর