img

Follow us on

Tuesday, May 07, 2024

ICC World Cup 2023: মুম্বই পৌঁছেই পিচ পরিদর্শনে রাহুল! সেমির অঙ্ক নিয়ে কী ভাবছে ভারত?

Rahul Dravid: 'সেমিফাইনালে আলাদা কিছু করার প্রয়োজন হবে বলে মনে করি না' আত্মবিশ্বাসী দ্রাবিড়

img

রাহুল দ্রাবিড়ের সঙ্গে শুভমন গিল।

  2023-11-14 12:23:21

মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই মুম্বইয়ে মহাযুদ্ধে কিউইদের মুখোমুখি ভারত। ওয়াংখেড়ের পিচ ব্যাটারদের স্বর্গ। স্কোয়্যার বাউন্ডারি বড়। মুম্বই পৌঁছেই তাই সবার আগে ওয়াংখেড়ের পিচ পর্যবেক্ষণে এলেন ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়।  ২০১৯ বিশ্বকাপ সেমিফাইনালের ক্ষত এখনও ভোলেনি ভারত। তেইশের বিশ্বকাপে ২০ বছর পর নিউজিল্যান্ডকে হারিয়ে খরা কাটালেও, পুরোপুরি বদলা নিতে সেমিফাইনালে জয় চাই-ই চাই। তাই পিচ দেখে সেভাবেই ম্যাচের পরিকল্পনা করছেন দ্রাবিড়।

কী বললেন দ্রাবিড়

পিচ পরিদর্শনের পর দ্রাবিড় বলেন, ‘আমার মনে হয় না আমাদের পরিকল্পনায় কোনও বদল হবে। যেভাবে আমরা প্রস্তুতি নিয়েছি, সেমিফাইনালে আলাদা কিছু করার প্রয়োজন হবে বলে মনে করি না।’ পরক্ষণেই দ্রাবিড় যোগ করেন, ‘যদি বলি এটা (সেমিফাইনাল) আরও একটা সাধারণ ম্যাচ মাত্র, তাহলে সেটা যথাযথ হবে না। অবশ্যই এটা সেমিফাইনাল ম্যাচ, তবে যেভাবে আমরা প্রতিটি ম্যাচে নিজেদের প্রয়োগ করেছি, তার অন্যথা হবে না। এটা অবশ্যই নক-আউট ম্যাচ। আমাদের মেনে নিতেই হবে যে, এই ম্যাচে বাড়তি চাপ থাকবে। তবে এখনও পর্যন্ত চাপের মুখে যেভাবে পরিস্থিতি সামলেছি আমরা, সেটা আমাদের মধ্যে বাড়তি আত্মিবিশ্বাসের সঞ্চার করেছে। আমাদের বিশ্বাস জুগিয়েছে।’ 

রেকর্ড কী বলছে

এখনও পর্যন্ত ১৯৭৫ সাল থেকে ২০২৩ সাল, মোট ১৩ বার ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হয়েছে। তার মধ্যে চলতি বিশ্বকাপকে ধরলে আটবার সেমিফাইনালে উঠেছে ভারত। এই পরিসংখ্যান যথেষ্ট আশাপ্রদ। তবে এর আগে মাত্র ৩ বার সেমিফাইনালের গণ্ডি পেরোতে পেরেছে ভারত! '৮৩-র বিশ্বকাপের সেমিফাইনাল ভারত খেলেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জিতে নেয় ভারত। ১৯৮৭ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত হয়েছিল বিশ্বকাপ। সেবারও ভারত সেমিফাইনালে উঠেছিল। ইংল্যান্ডের কাছে সেমিতে হেরে বিদায় নেয় তারা।

আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে খেলার জন্য তৈরি! কেন নাম রাচিন, জানালেন কিউই ব্যাটারের বাবা

ভারত ফের বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে ১৯৯৬ সালে। সেবার ইডেনে শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় নিয়েছিল ভারত। ২০০৩ সালেসেমিতে কেনিয়াকে হারিয়ে ভারত দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে পৌঁছয়। যদিও অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। ২০১১ সালে ধোনির ভারত বিশ্বচ্যাম্পিয়ন হয়। সেবার দ্বিতীয়বার বিশ্বজয়ের স্বাদ পায় ভারত। ২০১৫ ও ২০১৯ পরপর দুই বিশ্বকাপে সেমিফাইনালে ওঠে ভারত। তবে কোনওবারই সেমির সীমানা পেরিয়ে ফাইনালের দরজা খুলতে পারেনি ভারতীয় দল। ২০১৫ সালে সেমিফাইনালে ভারত হারে অস্ট্রেলিয়ার কাছে। আর ২০১৯ সালে ভারতকে হার মানতে হয় নিউজিল্যান্ডের কাছে। এবার ইতিহাস বদলের অপেক্ষায় রোহিত-ব্রিগেড।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Rahul Dravid

Team India

ICC World Cup

ICC World Cup 2023

icc cricket world cup


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর