img

Follow us on

Friday, Apr 26, 2024

Murshidabad: গঙ্গার ভাঙনে সব হারিয়ে কী করলেন বাসিন্দারা?

শামসেরগঞ্জে গঙ্গায় তলিয়ে গেল পাকা বাড়ি

  2023-03-08 19:01:58

ওখানে পাকা বাড়ি ছিল। ঘর ছিল। স্বপ্ন ছিল। কিন্তু গঙ্গার ভাঙনে তলিয়ে গেছে সবকিছু । একে একে ভেঙে পড়েছে ৮টি বাড়ি। বছরের পর বছর এক ছবি দেখে ফুঁসছে মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জের মানুষ। ধীরে ধীরে তাদের সবকিছু কেড়ে নিচ্ছে গঙ্গা। কিন্তু প্রশাসন দেখেও দেখে না। ভিটেমাটি ছেড়ে অস্থায়ী ঠিকানায় চলে যেতে হয় এখানকার মানুষদের। তাই রাগে ফুঁসছেন তাঁরা। অভিযোগ জানিয়েও লাভ হয়না। বালির বস্তা ফেলে পাড় বাঁধানোর চেষ্টা হয়। কিন্তু কিছুদিন যাওয়ার পর পরিস্থিতি যে কে সেই। তাই এদিন প্রতিবাদে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। নদী দিয়ে নৌকা করে যখন বালির বস্তা আনা হচ্ছিল, তাদের বাধা দেয় তারা। উড়ে আসে ঢিল, পাথর। মাঝ নদীতে পিছিয়ে যায় নৌকা।

শেষমেশ পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে পুলিশ। প্রশাসনের দাবি, চারটি বাড়ি তলিয়ে গেছে। সেখানকার বাসিন্দাদের স্থানীয় বিদ্যালয়ের মধ্যে থাকার জায়গা করা হয়েছে। বিডিও বলেন, তাঁদের হাতে যা আছে, সেই সাহায্য করা হচ্ছে। কিন্তু স্থানীয়রা বলছেন, বছরের পর বছর শাসকের এক খেলা চলছে। এই গঙ্গা ভাঙনের ফায়দা তুলছে তারা। পাড় বাঁধানোর নামে লক্ষ লক্ষ টাকা চুরি হচ্ছে। আর সব কিছু হারিয়ে দিশাহারা অবস্থার মধ্যে পড়ছেন নদীর পাড়ের বাসিন্দারা। এখন গরম পড়তেই এই ভাঙন দেখা দিয়েছে। এরপর বৃষ্টি হলে বর্ষার সময় কী হবে, তা ভেবেই কূলকিনারা পাচ্ছে না তারা। বুঝতে পারছে না, কীভাবে তাদের এই দুর্গতি শেষ হবে। 
 

Tags:

Ganga

samserganj news

murshidabad ganga vangon

samserganj ganga vangon

ganga erosion

ganga vangon

erosion

ganga river erosion

ganga bhangan

river erosion

ganga river erosion in murshidabad

river erosion ganga

effects of ganga erosion

samsherganj ganga vangon

ganga nodi vangon

samserganj

samserganj nodi vangon

samserganj ganga bhangan


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর