Cyclone Sitrang: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'সিত্রাং', কালীপুজোতেও বৃষ্টিতে ভাসবে রাজ্য!

দুর্গাপুজোতে ছিল বৃষ্টি। এবারে কালীপুজোতেও দুর্যোগের কালো মেঘ পশ্চিমবঙ্গের আকাশে। আয়লা, আমফান, ইয়াসের পর নয়া ঘূর্ণিঝড়ের নাম ‘সিত্রাং’। আলিপুর আবহাওয়া দফতর বলছে, মঙ্গলবার পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। যার ফলে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং! আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপ হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে ২২ অক্টোবর, শনিবার। সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে এই নিম্নচাপ।

ওড়িশা উপকূল ছুঁয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে ২৫ অক্টোবর মঙ্গলবার আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগর উপকূলে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার কারণেই আগামী ৩-৪দিন ভারী বৃষ্টিতে ভাসতে পারে পশ্চিমবঙ্গ, ওড়িশা সহ একাধিক রাজ্য। ফলে দুর্গাপুজাতেও ভেসেছে রাজ্য, ফের কালীপুজাতেও ভাসতে চলেছে রাজ্য।

উত্তর আন্দামান সাগরের উপরে ইতিমধ্যেই যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তা ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এবং তা বঙ্গোপসাগর উপকূল বরাবর অগ্রসর হচ্ছে। এর পরের ৪৮ ঘণ্টায় আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপ যখন ঘূর্ণিঝড়ে পরিণত হবে, তখন সেটির অবস্থান থাকবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। এর জেরেই আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে ও এটিরই নাম দেওয়া হয়েছে ‘সিত্রাং’। আবহাওয়া দফতর বলছে, ঘূর্ণিঝড়ের অভিমুখ হতে পারে বাংলা-বাংলাদেশের উপকূল। নিম্নচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে সরে ২৫ তারিখ অর্থাৎ মঙ্গলবার পশ্চিমবঙ্গ-বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে ‘সিত্রাং’।

এই ঘূর্ণিঝড়ের ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। জেলাশাসকদের নিজেদের নজরদারি করতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় তৎপর নবান্ন, কালীপুজো ও দিওয়ালির সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। যাঁরা বর্তমানে ছুটিতে আছেন, তাঁদের ২২ অক্টোবরের মধ্যেই কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলার কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। আগামী ২২ ও ২৩ অক্টোবর মৎসজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। যে সব মৎস্যজীবী সমুদ্রে গিয়েছেন, তাঁদের ২২ তারিখের মধ্যে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

আবার কালী পুজোর সময় বিপর্যয়ের আশঙ্কার কথা মাথায় রেখেই কালীপুজোর প্যান্ডেলগুলির পরিকাঠামো নিয়ে বিশেষ নজরদারি নির্দেশ বিপর্যয় মোকাবিলা দফতরের। বিশেষত প্যান্ডেলগুলি যাতে শক্তপোক্ত করা হয় তার জন্য জেলাশাসকদেরই সেসব প্যান্ডেল দেখার নির্দেশ দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। বিপর্যয়ের ফলে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই এই নির্দেশ।

নবান্ন সূত্রে খবর, এই ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পড়তে পারে। বিশেষত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলির মতো জেলাগুলিতে প্রভাব বেশি পড়বে। তারই সঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও এর প্রভাব পড়বে বলেই গতকাল, বুধবারের বৈঠকে জানানো হয়েছে। ফলে এই অবস্থার মোকাবিলা করার জন্যে বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ থেকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।
