Indoor Plants: ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে কোন কোন গাছ লাগাবেন? জেনে নিন

কম খরচ এবং কম রক্ষণাবেক্ষণ করে কীভাবে আপনার ঘরকে সাজাবেন, জানেন কি? কোন কোন গাছ এই সৌন্দর্যায়নের জন্য উপযুক্ত। দৈনন্দিন জীবনের ব্যস্ততা, সঠিক নজদারির অভাব এবং ধৈর্য দিয়ে সব সময় বাগান পরিচর্যা করা সম্ভবপর হয় না। সেক্ষেত্রে কিছু এমন গাছ আছে, যেগুলিকে বেশি পরিচর্যা না করেই আপনার ঘরে লাগাতে পারেন।

স্নেক প্ল্যান্ট বা সাপের মতো গাছ— এই গাছ বেশ অবহেলার মধ্যেও টিকে থাকে। গাছের পাতাগুলি সাপের মতো ফণা যুক্ত হয়। তীব্র গাঢ় সবুজ এবং হলুদ রেখা চিহ্ন থাকে। গাছের পাতায় নরম মোমের প্রলেপ থাকে। খুব কম আলোর মধ্যে এবং জল ছাড়া এই গাছ অনেক দিন বেঁচে থাকে। একসঙ্গে অনেক গাছ সাপের মতো জড়িয়ে থাকে।

ঘৃত কুমারি— এই গাছের ভেষজ গুণ অনেক। এই গাছে খুব একটা পরিচর্যা লাগে না বললেই চলে। নিজে নিজেই নিজের মতো করে বড় হয় এই গাছ। এই গাছের পাতায় ছোট ছোট কাঁটা থাকে। গাছের পাতা সবুজ রঙের হয়। বাগানে বা ঘরে সাজানোর জন্য এই গাছকে বিকল্প হিসাবে ভাবা যেতেই পারে।

অ্যাগলোনেমা— এই গাছ দেখতে বেশ রঙিন হয়। গাছের পাতা লাল, গোলাপি এবং সবুজের মিশ্রন যুক্ত হয়। গাছের পাতাগুলি বেশ সৌন্দর্যের শোভা বৃদ্ধি করে। খুব এলোমেলো ভাবে থাকলেও অনেক দিন বেঁচে থাকে এই গাছ। এই গাছের পাতাই সৌন্দর্যের ভরকেন্দ্র। ঘরের ভিতরে এই গাছকে লাগানো যেতে পারে।

বোগেনভিলিয়া— এই গাছটি দেখতে বেশ রঙিন হয়। খুব একটা পরিচর্যার প্রয়োজন হয় না। মাটি নরম থাকলেও এই গাছের বৃদ্ধি ভালো হয়। বাড়ির বাইরে ফাঁকা জায়গায় বাগান করার জন্য এই গাছ বেশ উপযুক্ত।
