img

Follow us on

Friday, May 03, 2024

FIFA World Cup: মেসিদের মাঠে নিয়ে গিয়েছিলেন শিখ বাস চালক! ভাইরাল ভিডিও

তাঁর মাথাতে ছিল নীল পাগড়ি। 

img

দেশে ফেরার পথে বিশ্বজয়ীরা।

  2022-12-20 19:04:46

মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার বিশ্ব ফুটবলের মহাযুদ্ধে অংশ নিতে মেসিদের বাসে করে লুসেইল স্টেডিয়ামে পৌঁছে দিয়েছিলেন এক শিখ ব্যক্তি। তিনি নিজেও আর্জেন্টিনার ভক্ত। মেসি অনুরাগী। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নিমেষে তা ভাইরাল হয়ে যায়।

ভাইরাল ভিডিও

ফাইনাল বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে দেয় আর্জেন্টিনা। ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে তারা। ভারত বিশ্বকাপের আসরে ফুটবল ময়দানে না নামলেও অগণিত ভারতীয় রবিবার আর্জেন্টিনাকে সমর্থন করেছেন। কাশ্মীর থেকে কেরল, দিল্লি থেকে কলকাতা, পাঞ্জাব থেকে বিহারের অলিগলি ভরে গিয়েছিল নীল-সাদা পতাকা আর জার্সিতে। মেসিদের জন্যই সমর্থন ছিল সব থেকে বেশি। সেই সমর্থকদের নিরাশ করেননি মেসিরা।

রবিবার ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে গিয়েছিলেন মেসিরা। পেনাল্টি থেকে গোল করেছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। ব্যবধান বাড়ান ডি মারিয়া। সেই দু’টি গোলই দ্বিতীয়ার্ধে শোধ করে দেন ফান্সের কিলিয়ান এমবাপে। অতিরিক্ত সময়ে দু’টি দলই একটি করে গোল করেন। মেসি এবং এমবাপের গোলের সংখ্যা বাড়ে। খেলা গড়ায় টাইব্রেকারে।

সেখানে ৪-২ ব্যবধানে ফাইনাল জিতে নেন মেসিরা। বিশ্বকাপের ইতিহাসে সেরা ফাইনাল দেখে ফুটবল বিশ্ব। সেই সময়ই ভারতীয় সমর্থকদের মধ্যে ভাইরাল হয় একটি ভিডিও। সেখানে দেখা যায়, ম্যাচের আগে আর্জেন্টিনার টিম বাস চালিয়ে আনছেন এক শিখ ব্যক্তি। মেসি, মার্টিনেজ, ডি মারিয়াদের লুসেইল স্টেডিয়ামে পৌঁছে দেন তিনি। তাঁর মাথাতে ছিল নীল পাগড়ি। 

১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে ছিলেন দিয়েগো মারাদোনা। ৩৬ বছর পর একই কাজ করে দেখালেন মেসি। এবার উৎসবের পালা। উৎসবে গা ভাসাবেন বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা আর্জেন্টিনার সমর্থকরা। ভারতও তার ব্যতিক্রম নয়।

Tags:

Argentina

Lionel Messi

FIFA World Cup 2022

sikh bus driver carrying argentina team


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর