img

Follow us on

Thursday, May 02, 2024

FIFA World Cup: বিশ্বকাপ থেকে বিদায় বেলজিয়াম ও জার্মানির! ইতিহাস গড়ে নক আউটে সূর্যোদয়ের দেশ জাপান

ফিফা ক্রমতালিকায় দু’নম্বরে থাকা দলের হার মেনে নিতে পারেননি বেলজিয়াম কোচ রবার্তো মার্তিনেস

img

উচ্ছ্বাস ও হতাশ

  2022-12-02 09:39:56

মাধ্যম নিউজ ডেস্ক: অঘটনের বিশ্বকাপ। কাতারে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল জার্মানি, বেলজিয়াম। প্রথম ম্যাচে জার্মানি, তৃতীয় ম্যাচে স্পেনকে হারিয়ে চলতি বিশ্বকাপে চমক দিল জাপান। ফুটবল বিশ্বে এশিয়ার দাপট দেখাতে নক আউট পর্যায়ে চলে গেল সূর্যোদয়ের দেশ জাপান।

বিদায় জার্মানি

এদিন বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে থাকতে হলে জেতা ছাড়া কোনও উপায় ছিল না জার্মানির। শুরুটা সে ভাবেই করেছিলেন থমাস মুলাররা। কিন্তু দ্বিতীয়ার্ধে সব এলোমেলো হয়ে গেল। পিছিয়ে পড়ে কোস্টারিকার বিরুদ্ধে জিতলেও শেষ ষোলোয় যাওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে গেল তাদের। গোল পার্থক্যে গ্রুপের তিন নম্বরে শেষ করে বিশ্বকাপ থেকে ছিটকে গেল জার্মানি। সেইসঙ্গে স্বপ্নভঙ্গ হল কোস্টারিকারও। জার্মানিকে হারাতে পারলে শেষ ষোলোয় যাওয়ার সুযোগ ছিল তাদের। কারণ, গ্রুপের অন্য ম্যাচে স্পেনকে হারিয়ে দিয়েছে জাপান। এগিয়েও গিয়েছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত পারল না কোস্টারিকা। পর পর তিনটে গোল করে ৪-২ ব্যবধানে জিতে গেল জার্মানি। ফলে বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল কোস্টারিকারও।

বেলজিয়াম কোচের পদত্যাগ

এ বারের বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল বেলজিয়ামও। ফিফা ক্রমতালিকায় দু’নম্বরে থাকা দলের হার মেনে নিতে পারেননি দলের কোচ রবার্তো মার্তিনেস। হারের দায় নিয়ে পদত্যাগ করেছেন তিনি। ক্রোয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করায় প্রি-কোয়ার্টার ফাইনালে যেতে পারেননি কেভিন দ্য ব্রুইন, রোমেলো লুকাকুরা। অন্যদিকে ইতিহাস গড়ল জাপান। একই বিশ্বকাপে গ্রুপের প্রথম ম্যাচে জার্মানিকে হারানোর পর তৃতীয় ম্যাচে পিছিয়ে পড়েও স্পেনকে ২-১ গোলে হারিয়ে দিল জাপান। গোল করলেন রিৎসু দোয়ান এবং আও তানাকা। স্পেনের একমাত্র গোল আলভারো মোরাতার।

আরও পড়ুন: শেষ ষোলোয় ব্রাজিল, পর্তুগাল! গোলের বন্যা ক্যামেরুন-সার্বিয়া ম্যাচে

গতকালের ম্যাচের ফলাফল:

ক্রোয়েশিয়া ০ : বেলজিয়াম ০

কানাডা ১ : মরক্কো ২

জাপান ২ : স্পেন ১

জার্মানি ৪ : কোস্টারিকা ২

আজকের ম্যাচ:

দক্ষিণ কোরিয়া-পর্তুগাল (রাত সাড়ে ৮টা)

ঘানা-উরুগুয়ে (রাত সাড়ে ৮টা)

সার্বিয়া-সুইৎজারল্যান্ড (রাত সাড়ে ১২টা)

ব্রাজিল-ক্যামেরুন (রাত সাড়ে ১২টা)

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Tags:

Germany

FIFA World Cup 2022

Belgium crash out

Japan & Morocco win groups


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর