img

Follow us on

Saturday, Apr 27, 2024

WhatsApp: হোয়াটসঅ্যাপে আসতে পারে নতুন ফিচার 'রিপোর্ট স্ট্যাটাস'

WhatsApp: এতদিন অবধি হোয়াটসঅ্যাপের মেসেজ এবং কন্টাক্টেই শুধু রিপোর্ট করা যেত

img

প্রতীকী ছবি

  2022-12-27 09:24:57

মাধ্যম নিউজ ডেস্ক: জুকেরবার্গের মালিকাধীন হোয়াটসঅ্যাপ (WhatsApp) যেন ফিচারসের ঝুড়ি নিয়ে আসছে  প্রতি সপ্তাহেই প্রায়। নতুন নতুন ফিচারস এসেই চলেছে। এই কয়েকদিন আগেই এলো হোয়াটসঅ্যাপ ভিডিও কল। যেখানে অন্য অ্যাপ চালু থাকলেও হোয়াটসঅ্যাপ ভিডিও কল করা যাবে অর্থাৎ একদিকে গুগল মিটে আপনি হয়তো মিটিং করছেন কারও সঙ্গে,অন্যদিকে অন্য বন্ধুর সঙ্গে  হোয়াটসঅ্যাপ (WhatsApp)  ভিডিও কলে কথা বলতে পারবেন। 

কী এই 'রিপোর্ট স্ট্যাটাস' ফিচার ?

এতদিন অবধি হোয়াটসঅ্যাপের (WhatsApp)  মেসেজ এবং কন্টাক্টেই শুধু রিপোর্ট করা যেত। বার্তালাপের শেষ পাঁচটি মেসেজকে ফরওয়ার্ড করতে হতো হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের কাছে। এবার নতুন ফিচারে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসেও রিপোর্ট করা যাবে। যদি মনে হয় যে হোয়াটসঅ্যাপের কোনও নিয়ম অগ্রাহ্য করা হয়েছে বা নিয়ম ভাঙা হয়েছে। তবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের কাছে  রিপোর্ট করা যাবে।

আরও পড়ুন: এবার হোয়াটসঅ্যাপের ডেস্কটপ ভার্সানেও 'ডু নট ডিস্টার্ব'! কীভাবে কাজ করবে এটি?

হোয়াটসঅ্যাপ (WhatsApp) সূত্রে জানা গেছে, স্ট্যাটাস সেকশনের একটি নতুন মেনু থেকে এই আপডেটটি করা যাবে। মেসেজ রিপোর্টিং করার ক্ষেত্রে যা নিয়ম এই স্ট্যাটাস রিপোর্টিং-এর ক্ষেত্রে সেই একই নিয়ম থাকছে। যেখানে স্ট্যাটাসটি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে এবং তারাই স্থির করবেন যে এই স্ট্যাটাস হোয়াটস পের নিয়ম ভেঙেছে না ভাঙেনি।

হোয়াটসঅ্যাপ (WhatsApp) কর্তৃপক্ষের কাছ থেকে এটাও জানা গেছে যে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের যেকোনও কনটেন্ট, মেসেজ কন্টেন্ট হোক অথবা যেকোনও প্রাইভেট ফোন কল, এর পুরোটাকেই গোপন রাখা হয় এবং হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ তারা নিজেরাও এ সংক্রান্ত কিছু দেখতে পান না। জনপ্রিয় এই সোশ্যাল প্ল্যাটফর্মকে নিরাপদ রাখতেই স্ট্যাটাসের রিপোর্টিং, এই ফিচার আনা হল বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: ভুল করে ‘ডিলিট ফর মি’ করে ফেলেছেন? এবার ‘আনডু’ ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

WhatsApp


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর