img

Follow us on

Sunday, Apr 28, 2024

WhatsApp Feature: এবার হোয়াটসঅ্যাপের ডেস্কটপ ভার্সানেও 'ডু নট ডিস্টার্ব'! কীভাবে কাজ করবে এটি?

WhatsApp New Feature: ভয়েস কল হোক কিংবা মেসেজ, নোটিফিকেশন বন্ধ করুন ডেস্কটপ থেকেই...

img

প্রতীকী ছবি

  2022-12-22 10:54:53

মাধ্যম নিউজ ডেস্ক: সাধারণ ফোন কলের ক্ষেত্রে ‘ডু নট ডিস্টার্ব মোড’ আমাদের অনেক ক্ষেত্রে সুবিধা দেয়। আর এই ‘ডু নট ডিস্টার্ব’ ফিচার হোয়াটসঅ্যাপেও আনার কাজ করছে মেটা কর্তৃপক্ষ। এই আপডেটের সাহায্যে ডিএনডি মোডে আপনি কোনও কল মিস করে গিয়েছিলেন কি না, তা পরে জানা যাবে। তবে এবারে এই ডিএনডি-র সুবিধা আসতে চলেছে ডেস্কটপের ক্ষেত্রেও (WhatsApp New Feature)। অর্থাৎ যেসব ইউজাররা হোয়াটসঅ্যাপ ল্যাপটপ বা ডেস্কটপে করেন, তাঁরাও এর পর থেকে ডিএনডি ফিচারটি ডেস্কটপে ব্যবহার করতে পারবেন।

ডেস্কটপে ডিএনডি ফিচারের সুবিধা

ধরুন, আপনি কোনও প্রেজেন্টেশনের মাঝে ব্যস্ত। আর আপনি ল্যাপটপ অন রেখেই অন্যদের সঙ্গে মিটিংয়ে যোগ দিয়েছেন। ফলে হোয়াটসঅ্যাপ ডেস্কটপে (WhatsApp Desktop) খোলাও রয়েছে। আর দেখা গেল, হোয়াটসঅ্যাপের ডেস্কটপ অ্যাপ কিংবা হোয়াটসঅ্যাপ ওয়েবে কল আসায় ল্যাপটপে বেজে উঠল, তখন আপনার প্রেজেন্টেশনে ব্যাঘাত ঘটবে। ফলে প্রেজেন্টেশন কিংবা মিটিংয়ের মাঝে হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপে কল চলে এলে, অপ্রস্তুত অবস্থার মধ্যে পড়তেই হবে। আর এই অবস্থায় যাতে আপনাকে না পড়তে হয়, তার জন্য হোয়াটসঅ্যাপ এবারে এই ফিচারের উপরেই কাজ করছে (WhatsApp New Feature)।

আরও পড়ুন: ভুল করে ‘ডিলিট ফর মি’ করে ফেলেছেন? এবার ‘আনডু’ ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

তবে শুধুমাত্র উইন্ডোজ ইউজারদের (Windows Users) জন্যই এই ফিচার আপডেট (Feature Update)। মাইক্রোসফট স্টোর (Microsoft Store) থেকে হোয়াটসঅ্যাপ কল নোটিফিকেশন (WhatsApp Call Notification) টার্ন অফ করার এই আপডেট আপাতত বিটা টেস্টারদের (Beta Testers) জন্যই উপলব্ধ করছে মেটা। তবে এই ফিচার খুব শীঘ্রই সমস্ত উইন্ডোজ ইউজারদের জন্য আসতে চলেছে। তবে একটি বিষয় মনে রাখতে হবে, নেটওয়ার্ক সমস্যার (Network Glitch) কারণে হোয়াটসঅ্যাপ কল মিউট (Call Mute) কাজ না করলে ডিএনডি ফিচার (DND Feature) কাজ নাও করতে পারে।

কীভাবে এই ফিচার কাজ করবে?

বিটা টেস্ট পর্ব শেষ হলে ডিএনডি ফিচার আপডেট সকল ওয়েব ইউজারদের জন্যই পাঠানো হবে। উইন্ডোজ প্ল্যাটফর্মে এই ফিচার আপডেটের সুবিধা নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ ওয়েব অ্যাপ (WhatsApp Web App) খুলবেন এবং সেটিংস (Settings)-এ যাবেন। সেখান থেকে নোটিফিকেশনে (Notification) যাবেন। দেখবেন নোটিফিকেশন বারের (Notification bar) অধীনে টগল (Toggle) অপশন থাকবে। আর সেই নোটিফিকেশন টার্ন অফ (Turn Off Notifications) করে দিন ‘হোয়েন হোয়াটসঅ্যাপ ইজ ক্লোজড (‘when WhatsApp is closed)’। একবার এই অপশন বেছে নিলে মেসেজ হোক কিংবা কল কোনও নোটিফিকেশনই আসবে না। ব্যাস, এতেই আপনার সব সমস্যার সমাধান (WhatsApp New Feature)।

Tags:

WhatsApp

WhatsApp New Feature

Do not Disturb feature

DND Feature in Desktop Whatsapp


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর