প্রযুক্তি (Technology) আমাদের জীবনে বড় ভূমিকা পালন করে। বিভিন্ন গ্যাজেট (Gadget) যেমন- ফোন, হেডফোন, ঘড়ি, বিভিন্ন অ্যাপ্লিকেশন (Applications) আমাদের বর্তমান জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। এরকমই এমন অনেক গ্যাজেট রয়েছে যা নারী সুরক্ষার কথা মাথায় রেখে বানানো হয়েছে। এই গ্যাজেটগুলি শুধু যে মহিলাদের বিপদ থেকে রক্ষা করে তাই নয় খুব সহজেই এগুলোকে ব্যাগে বহন করা যায়। আর এই দেশের খুব সহজেই পাওয়া যায়। দেখে নিন এরকমই পাঁচ গ্যাজেট।