Women Safety: নারী সুরক্ষায় যে পাঁচটি গ্যাজেট অপরিহার্য

প্রযুক্তি (Technology) আমাদের জীবনে বড় ভূমিকা পালন করে। বিভিন্ন গ্যাজেট (Gadget) যেমন- ফোন, হেডফোন, ঘড়ি, বিভিন্ন অ্যাপ্লিকেশন (Applications) আমাদের বর্তমান জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। এরকমই এমন অনেক গ্যাজেট রয়েছে যা নারী সুরক্ষার কথা মাথায় রেখে বানানো হয়েছে। এই গ্যাজেটগুলি শুধু যে মহিলাদের বিপদ থেকে রক্ষা করে তাই নয় খুব সহজেই এগুলোকে ব্যাগে বহন করা যায়। আর এই দেশের খুব সহজেই পাওয়া যায়। দেখে নিন এরকমই পাঁচ গ্যাজেট।

সেফলেট: মহিলাদের সুরক্ষার জন্যে ব্যবহৃত অন্যতম গুরুত্বপূর্ণ একটি ডিভাইস সেফলেট। ডিভাইসটিকে হাতে পরতে হয়। এতে দুটি বোতাম আছে, যার ব্যবহার করে বিপদের সময় পরিবার-পরিজনদের খুব সহর্জে বার্তা পাঠানো যায়। ভয়েস রেকর্ডিংও হয় এই ডিভাইসে। এছাড়া বিপদ বুঝে ইমার্জেন্সি নম্বরেও কল করা যায়।

সেফটি টর্চ: সেফটি টর্চ নারী সুরক্ষায় অন্যতম গুরুত্বপূর্ণ ডিভাইস। এতে রয়েছে 'শক এফেক্ট'। এই ইলেকট্রিক ফ্ল্যাশ লাইট দিয়ে আপনি খুব সহজেই কুপোকাত করতে পারেন দুর্বৃত্তদের।

আইওয়াচ এসওএস: এটি একটি অ্যাপ। অ্যাপটি আপনার আশেপাশের অডিও এবং ভিডিও রেকর্ড করে আপনার পরিজনকে ক্রমাগত পাঠাতে থাকে। সাথে একটি সতর্ক বার্তাও পাঠায় ডিভাইসটি। জিপিএস ছাড়াই কাজ করে অ্যাপটি। আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় সুরক্ষিত পৌঁছে গেলে আপনার পরিবারকে 'আমি সুরক্ষিত' এই বার্তাটিও পাঠাতে পারেন।

সাউন্ড গ্রেনেড: চুরি বা ডাকাতি থেকে বাঁচতে এই ডিভাইসের জুরি মেলা ভার। কোন বিপজ্জনক অবস্থা টের পেলেই এই ২০ গ্রামের ডিভাইসটি থেকে ১২০ ডেসিবেল সাইরেন বাজতে থাকে। আপনার ১০০ মিটারে থাকা যে কেউ সেই সাইরেন শুনতে পাবেন।
