Malware App: টাকা জালিয়াতির হাত থেকে বাঁচতে চান? মোবাইলে রাখবেন না এই অ্যাপগুলি

প্রযুক্তি (Technology) যেমন মানুষের জীবনকে সহজ, উত্তেজনাময় করে তুলেছে। ঠিক একইভাবে মানব সমাজের জন্যে অনেক বিপদও ডেকে এনেছে প্রযুক্তি। প্রযুক্তির কারণে সবচেয়ে বড় যে অভিশাপটি নেমে এসেছে তা হল সাইবার ক্রাইম (Cyber Crime)। এরই একটি সবচেয়ে বড় দিক টাকার জালিয়াতি (Money Fraud)। প্রযুক্তির ফাঁদে পড়ে সর্বশান্ত হয়েছেন বহু মানুষ। হতে পারেন আপনিও। আপনার ফোনে হয়ত এমন অ্যাপ আছে যা আপনার কষ্টের রোজগারের টাকা ছিনিয়ে নেওয়ার অন্যতম মাধ্যম। আগেই সাবধান হন। আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে (Android Mobile) ভুল করেও রাখবেন না এই অ্যাপগুলি (Malware Apps)।

কোকো ক্যামেরা ভি ১.১: এটিও একটি ক্যামেরা ফিল্টার অ্যাপ। মূলত রেট্রো ফিল্টার রয়েছে। ১ হাজারের বেশি বার ডাউনলোড হয়েছে।

ভ্লগ স্টার ভিডিও এডিটর: বিশ্বজুড়ে ১০ লক্ষ বার ডাউনলোড হয়েছে এই অ্যাপ। আপনার ফোনেও যদি থেকে থাকে তবে এখনই ডিলিট করে দিন।

ক্রিয়েটিভ ৩ ডি লঞ্চার: আপনার স্মার্ট ফোনের হোম স্ক্রিনকে ৩ ডি লুক দেয় এই অ্যাপ। তার সঙ্গে বয়ে আনে ম্যালওয়্যারও। ১০ লক্ষ বারেরও বেশি ডাউনলোড হয়েছে এই অ্যাপ।

ফানি ক্যামেরা: এই অ্যাপে অনেক ক্যামেরা ফিল্টার রয়েছে। ৫০ হাজারেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে এই অ্যাপ।

ওয়াও বিউটি ক্যামেরা: এটিও ক্যামেরা ফিল্টার অ্যাপ। এক লক্ষেরও বেশি বার ডাউনলোড হয়েছে।

রেজার কিবোর্ড অ্যান্ড থিম: এটি একটি কিবোর্ড অ্যাপ। বহু ইমোজি সমৃদ্ধ। টাকা জালিয়াতির বহু ঘটনায় জড়িত রয়েছে এই অ্যাপের নাম।

ফ্রি গ্লো ক্যামেরা ১.০.০: এটি একটি ফটোগ্রাফি অ্যাপ। বিনামূল্যেই ডাউনলোড করা যায়। প্রায় ৫ হাজার বার ডাউনলোড হয়েছে।
