Double-Decker Airplane: বিমানযাত্রীদের জন্য সুখবর! আসতে চলেছে ডবল-ডেকার সিট
2022-06-20 23:31:30
সাধারণত এরোপ্লেনে যাতায়াতকারীদের অনেকেই জানে যে এরোপ্লেনের সিটে বসাকালীন যাত্রীদের পা রাখা নিয়ে অনেক সমস্যায় পড়তে হয়। তাই এই সমস্যার কথা ভেবেই ডবল-ডেকার সিট তৈরী করা হয়েছে যা বিমান শিল্পের ক্ষেত্রে এক যুগান্তকারী সৃষ্টি। এই ডবল-ডেকার সিটের নকশাটি আলেহান্দ্রো নুনেজ ভিসেন্ত ( Alejandro Núñez Vicente) তৈরী করেছেন।
আলেহান্দ্রো নুনেজ ভিসেন্তের নকশা করা Chaise Longue-এর প্লেনে অনেকজন একসঙ্গে বসতে পারবে, যেহেতু এটি ডবল-ডেকার।
এই নকশাটি ক্রিস্টাল কেবিন অ্যাওয়ার্ড ২০২১(Crystal Cabin Awards 2021)- এ মনোনীত করা হয়েছিল ও পরবর্তীতে বিমান শিল্পের সবচেয়ে বড় শো AIX-এ দেখানো হবে।
নুনেজ ভিসেন্তের প্রোটোটাইপে দেখানো হয়েছে যে, যাত্রীদের জন্য দুই স্তরে বসার সুযোগ করে দিলে, সেখানে সিঁড়ির মত জায়গাও করা আছে, যাতে যাত্রীরা ওপরে উঠতে পারে।
এই মডেলে ওভারহেড কেবিন স্পেস( overhead cabin space) -এরও ব্যবস্থা করা আছে।
এই ডিজাইনটি সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। তবে নুনেজ ভিসেন্ত জানিয়েছেন, এই মডেলটি Boeing 747, Airbus A330 অথবা বড় আকারের প্লেনেই তৈরী করা যেতে পারে।