Nostalgia Gadgets: নয়ের দশকের ছটি গ্যাজেট যা মনকে করে তোলে নস্ট্যালজিক

পুরনো কিছু গ্যাজেট আছে যেগুলো মানুষের মনে দাগ কেটে গিয়েছে। আর সেই গ্যাজেটগুলোর কথা আসলেই সাধারণ মানুষ যেন আবেগঘন হয়ে পড়েন। যুগের সঙ্গে বিভিন্ন গ্যাজেটের পরিবর্তন আসলেও কিছু কিছু গ্যাজেট মানুষের মনে এমন জায়গা করে নিয়েছে যে সেগুলোর কথা মনে পড়লেই সবাই যেন নস্ট্যালজিক হয়ে পড়ে। নীচে এইসব নস্ট্যালজিক গ্যাজেটের কথাই উল্লেখ করা হল।

ওয়াকম্যান- আজকের আইপড (iPod), আইফোন (iPhone) এর আগে সুরের সঙ্গে চলার একমাত্র ভরসা ছিল এই ওয়াকম্যান(Walkman)। এটি একটি পোর্টেবল অডিও ক্যাসেট রেকর্ডার ও প্লেয়ার। সনি (Sony) কোম্পানি ১৯৭৯ সালে প্রথম ওয়াকম্যান লঞ্চ করেছিল। ৭০ -এর দশকে সনি ওয়াকম্যান(Sony Walkman) বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। ওয়াকম্যানের আবির্ভাবের মধ্য দিয়ে মানুষের গান শোনার ধরনই যেন পাল্টে গিয়েছিল। পুরনো মডেলের চাহিদা কমে যাওয়ায় সনি নতুন মডেল A100 Walkman লঞ্চ করেছিল। যেটিতে ওয়াইফাই(Wifi) -এর সুবিধে সহ এতে এইচডি টাচস্ক্রিন(touchscreen) রয়েছে।

পোলারয়েড- ইনস্ট্যান্ট ক্যামেরা, যা থেকে তৎক্ষণাৎ ছবি প্রিন্ট করা যায় তা জনপ্রিয় হয়ে উঠেছিল ২০-এর দশকের মাঝে। এটি প্রথম পোলারয়েড কর্পোরেশন তৈরী করেছিল। এরপরে এটি ২০০৮ সালে তৈরি হওয়া বন্ধ হয়ে যায়। কিন্তু বর্তমানে ফুজি ইনট্যাক্স ক্যামেরা জনপ্রিয় হয়ে উঠেছে। ফুজিফিল্ম কোম্পানি এটি বর্তমানে বিভিন্ন ধরণের ইনট্যাক্স ক্যামেরা তৈরি করেন, যেগুলোর দাম ৩০০০-১৪০০০ টাকা।

ব্ল্যাকবেরী- ব্ল্যাকবেরী ১৯৯৯ সালে প্রথম মোবাইল ফোন লঞ্চ করে। ব্ল্যাকবেরীর মোবাইল ফোন পার্ল(Pearl), কার্ভ বোল্ড(Curve Bold)২০০০ সালে বেশি পরিমাণে বিক্রি হয়েছিল।

ক্যাসেট- ১৯৯০ সাল ও ২০০০ সালের প্রথম দিক পর্যন্ত ক্যাসেটের ব্যবহার ছিল। ক্যাসেট সাধারণত গান রেকর্ড করতে ও শুনতে ব্যবহার করা হত। তবে এর মাঝে এর চাহিদা কমে গেলেও ২০২১ সালে হঠাৎ করেই এর চাহিদা বৃদ্ধি পেয়েছিল।

রেডিও- একসময় রেডিও টেলিভিশনের বিকল্প হিসেবে ব্যবহার করা হত। তবে মোবাইলে রেডিও-এর সুবিধা থাকায় ও টেলিভিশনের দাম কমে যাওয়ায় বর্তমানে রেডিও-এর চাহিদা কমে গিয়েছে। তবে পুরনো জেনারেশনের কথা ভেবেই বর্তমানে সারেগামাপা কারবা (Saregama Carvaan ) বাজারে আনা হয়েছে ও এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
