img

Follow us on

Sunday, May 05, 2024

WhatsApp Account Banned: এক মাসে ১৯ লক্ষের বেশি হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট ব্যান ভারতে ! কারণ জানলে অবাক হবেন

রিপোর্ট অনুুযায়ী, চলতি বছরের এপ্রিলে ১৬ লাখ ও মার্চে ১৮.০৫ লাখ ভারতীয় হোয়াটস্যাপ অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে।

img

প্রতীকী ছবি

  2022-07-03 17:13:22

মাধ্যম নিউজ ডেস্ক: এক মাসের মধ্যে ভারতে ১৯ লক্ষের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে, সম্প্রতি এমনটাই জানিয়েছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। এই অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ায় অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, গ্রিভেন্স চ্যানেল থেকে একাধিক অভিযোগ জমা পড়েছিল। এছাড়াও সংস্থার নিজস্ব প্রযুক্তি দিয়ে একাধিক অ্যাকাউন্টের বিষয়ে বিভিন্ন তথ্য প্রকাশ্যে আসে যা ক্ষতিকারক বলে মনে হয়। এরপরেই অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্ল্যাটফর্মের ক্ষতি করতে পারে,  এমন আচরণ নিয়ন্ত্রণ করতেই এই সিদ্ধান্ত নিয়েছে মেটা (Meta) মালিকাধীন কোম্পানি হোয়াটসঅ্যাপ। একটি রিপোর্ট প্রকাশ করে বিষয়টি জানিয়েছে হোয়াটসঅ্যাপ। 

আরও পড়ুন: কী করে লুকোবেন হোয়াটসঅ্যাপের অনলাইন স্টেটাস? জেনে নিন

উল্লেখ্য, নতুন তথ্য-প্রযুক্তি আইনের অধীনে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা প্রতি মাসে প্রায় ৫০ লক্ষের বেশি অভিযোগ করে থাকে। হোয়াটসঅ্যাপের মুখপাত্র জানিয়েছেন, চলতি বছরের মে মাসে ১.৯ মিলিয়নের বেশি অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে এবং এই অভিযোগগুলো কেন করা হয়েছিল সে বিষয়েও পুরো তথ্য আছে হোয়াটস্যাপের কাছে। ইতিমধ্যেই এই অভিযোগের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে । মূলত, হোয়াটসঅ্যাপ অ্য়াকাউন্টের পলিসি ও নির্দেশিকা না মানার ফলেই এই অ্যাকাউন্টগুলো বন্ধ করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, যারা ভুল তথ্য বা ভুয়ো খবর অনেকবার শেয়ার করতে থাকে, তাদের ক্ষেত্রেই অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়।

গত শুক্রবারে প্রকাশিত রিপোর্ট অনুসারে ২০২২-এর ১লা মে থেকে ৩১ মে পর্যন্ত ১৯.১০ লাখ ভারতীয় অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে, এপ্রিলে ১৬ লাখ ও মার্চে ১৮.০৫ লাখ ভারতীয় অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে যে, ব্যবহারকারীরা যেসব অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ করেছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে হোয়াটস্যাপের তরফে।  কোনো অ্যাকাউন্টকে নিষিদ্ধ করার পর ফের ওই নম্বর থেকে হোয়াটসঅ্যাপ খোলার চেষ্টা হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে  বলে জানিয়েছেন সংস্থার মুখপাত্র। 

আরও পড়ুন: অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে চিন্তিত? হোয়াটসঅ্যাপ নিয়ে এল এই নতুন ফিচার

ভারত সরকার (Government) সোশ্যাল মিডিয়ার অভিযোগ দায়ের করার প্রযুক্তি নিয়ে খুব শীঘ্রই নতুন নিয়ম জারি করতে চলেছে। যদি কোনো সোশ্যাল মিডিয়া সংস্থা কোনো অভিযোগের বিরুদ্ধে পদক্ষেপ না নেয় সেক্ষেত্রে ব্যবহারকারীরা সংস্থার বিরুদ্ধেও অভিযোগ করতে পারবে।

সম্প্রতি, হোয়াটসঅ্যাপের তরফে শুধু নিরাপত্তা দেওয়া নয়, ব্যবহারকারীদের সুবিধার্থে একাধিক সুবিধা দেওয়া হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স জানা থেকে যাবতীয় অনলাইন পেমেন্ট ইউপিআই-এর মাধ্যমে এখন হোয়াটসঅ্যাপেও সম্ভব।

Tags:

WhatsApp

Social Media

WhatsApp account banned

Online Abuse


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর