img

Follow us on

Saturday, May 18, 2024

WhatsApp Security: অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে চিন্তিত? হোয়াটসঅ্যাপ নিয়ে এল এই নতুন ফিচার

এবার থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ ইন করার জন্য একটি অতিরিক্ত কোডের প্রয়োজন হবে।

img

প্রতীকী ছবি

  2022-06-07 08:55:14

মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে চিন্তার অবসান। হোয়াটসঅ্যাপের (Whatsapp) নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন? তবে আপনাদের দুশ্চিন্তা মেটাতে সংস্থা নিয়ে এসেছে নতুন ফিচার। মেটা-মালিকানাধীন হোয়াটসঅ্যাপ একটি নতুন বৈশিষ্ট্যে কাজ করা শুরু করেছে। এবার থেকে হোয়াটস্যাপ অ্যাকাউন্টে লগ-ইন করার আগে অতিরিক্ত নিরাপত্তার জন্য একটি ফিচার অন্তর্ভুক্ত করা হবে এবং এই বৈশিষ্ট্যটি বিটা আপডেটের পর Android এবং iOS-এ দেখা যাবে।

আরও পড়ুন: কী করে বুঝবেন কেউ আপনাকে হোয়াটসঅ্যাপে ব্লক করেছে কি না?

WABetaInfo অনুসারে, এই ফিচারটি এখনও পরীক্ষা করা হচ্ছে, তাই এটি জনসাধারণ ব্যবহার করতে পারবে না। যখন ফিচারটি বিটা টেস্টার দ্বারা প্রকাশ করা হবে, তখন অন্য ডিভাইস থেকে ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ ইন করার জন্য একটি অতিরিক্ত কোডের প্রয়োজন হবে। এটি দ্বিতীয় স্তরের নিরাপত্তা দেবে ব্যবহারকারীদের। আশা করা হচ্ছে, এই ফিচার অন্তর্ভুক্ত করার পর অন্য কেউই আপনার লগ-ইন জানতে পারবেন না। আর যদি কেউ চেষ্টা করে লগ ইন করার, তবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে একটি কোড যাবে।

আরও পড়ুন: এই ভুলটা করলেই হ্যাক হয়ে যাবে আপনার হোয়াটসঅ্যাপ! জেনে নিন এর থেকে বাঁচার উপায়...

রিপোর্টে বলা হয়েছে যে, কোম্পানি এখন সেই ব্যবহারকারীদের সুরক্ষার জন্য এই বৈশিষ্ট্যটি নিয়ে কাজ করছে, যারা তাঁদের ৬-সংখ্যার কোডটি ভুলবশতঃ শেয়ার করেছেন। সম্প্রতি, একটি রিপোর্টে বলা হয়েছে যে, বর্তমানে হোয়াটসঅ্যাপ  ম্যাসেজ এডিটের ওপরে কাজ করছে  অর্থাৎ ‘এডিটিং সেন্ড চ্যাটস’ (Editing send chats)-এর ওপরে কাজ করছে। সুতরাং হোয়াটস্যাপ ব্যবহারকারীরা এরপর কোনও ম্যাসেজ পাঠানোর পর সেটি এডিট করতে পারবেন।মেটা-মালিকানাধীন প্ল্যাটফর্মটি এখন অ্যাপটির ভবিষ্যতের আপডেটের জন্য এই ফিচারটি অন্তর্ভুক্ত করতে চলেছে এবং এই বৈশিষ্ট্যটির এখনও পরীক্ষা করা হচ্ছে তাই এটি এখনই জনসাধারণের ব্যবহারের উপযুক্ত নয়।

আরও পড়ুন: মেসেজ রিঅ্যাকশন ফিচার নিয়ে হাজির হোয়াটসঅ্যাপ, ভারতীয়দের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন

Tags:

WhatsApp

WhatsApp Verification Code

WhatsApp New Feature

Verification Code

WhatsaApp Log In


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর