img

Follow us on

Monday, Apr 29, 2024

Recruitment Scam: চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করতে কেন ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী?

চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করতে কেন ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী?

  2022-12-28 20:22:44

চাকরি প্রার্থীদের ৯টা সংগঠন। হাজির হয়েছিলেন কাজি পাড়ায়। নবান্ন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে জমায়েত করেছিলেন তাঁরা। দাবি একটাই, যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগ দিন মুখ্যমন্ত্রী।

হাতজোড় করে মাটিতে বসে ছিলেন তাঁরা। আচরণে ঔদ্ধত্য নেই। বরং বিনয় আছে। দাবিদাওয়ার মেজাজি হুংকার নেই। বরং আবেদন নিবেদন আছে। আবেদন একটাই মুখ্যমন্ত্রী একবার দেখে করুন। না মন গলেনি মুখ্যমন্ত্রী মমতার।

হঠাত করে জমায়েত নয়। নিয়ম মেনে। পুলিশকে জানিয়ে। মুখ্যমন্ত্রীকে মেল পাঠিয়ে জমায়েত। পূর্ব নির্ধাতিত সরকারি সময় মেনেই নয় সংগঠনের ডেপুটেশন। কথা ছিল ৯ সংগঠনের ৯জন প্রতিনিধির টিম কথা বলতে যাবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। কথা রাখেননি মুখ্যমন্ত্রী। আজ সকালেই নবান্ন ওসির পক্ষ থেকে জানানো হয়, প্রতি সংগঠনের একজন করে নয়, দুজন মাত্র যেতে পারবেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। 

এরপর দীর্ঘক্ষণ চলে আবেদন নিবেদন। না মন গলেনি মুখ্যমন্ত্রী মমতার নির্দেশ মেনে চলা পুলিশ বাহিনীর। যদিও নবান্ন সুরক্ষায় সকাল থেকেই ইউনিফর্ম ও সাদা পোষাকের পুলিশে ছয়লাপ ছিল কাজিপাড়া। অনড় চাকরিপ্রার্থী নয়টি সংগঠনের প্রতিনিধিরা। তাঁরা আবেদন জানাতে থাকেন। মমতার নির্দেশ আসেনি। গলেনি পুলিশের মন।

আন্দোলনকারীদের অনুরোধ ছিল মাত্র ৫ মিনিটের জন্য তাঁরা কথা বলবেন মুখমন্ত্রীর সঙ্গে। এর আগে একাধিকবার চিঠি ই-মেল করে অসংখ্যবার আবেদন জানিয়েছেন আন্দোলনকারীরা। কাজ হয়নি। নিয়োগ মেলেনি।   

কারা ছিলেন প্রতিনিধি দলে?
নবম দশম ২০১৬, মাদ্রাসা, গ্রুপ ডি এমন ন'টি বিভাগের নিয়োগ প্রার্থীরা।

আবেদনে সাড়া এরপরই টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায় পুলিশ। আরও একটা দিন, আরও একটা আন্দোলনকে সরিয়ে দেওয়া গেল নবান্নের সামনে থেকে। কিন্তু আন্দোলন কমেনি। আন্দোলনকারীরা আবার বসেছেন অবস্থানে। পুলিশ হিংস্র হলেও আন্দোলনকারী এখনও এককাট্টা। নিয়োগ নিয়েই থামবেন পরীক্ষা সফল যোগ্য চাকরি প্রার্থীরা।

Tags:

SSC recruitment scam

Mamata Banerjee

Madhyom

CM Mamata Banerjee

bangla news

Bengali news

Teacher Recruitment

Teacher Recruitment scam

mamata banerjee latest news

mamata banerjee news

Recruitment scam

bengal teacher recruitment scam

teacher recruitment scam in west bengal

Bengal Recruitment scam

recruitment scam in west bengal

ssc teacher recruitment scam

mamta banerjee

Teachers recruitment scam

west bengal teacher recruitment scam

teacher recruitment 2022

mamata banerjee latest

west bengal cm mamata banerjee

mamata banerjee today

TET Recruitment

mamata banerjee interview

teachers recruitment scam news

cm mamta banerjee

afraid to meet

afraid

to meet

job recruitee


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর