img

Follow us on

Friday, Apr 26, 2024

Hindu Navabarsa: আজ হিন্দু নববর্ষের পয়লা! রাজ্যজুড়ে পালন করবে আরএসএস 

বিশ্বাসমতে, যুধিষ্ঠিরের রাজ্যাভিষেকের দিনও হল চৈত্রমাসের শুক্লা প্রতিপদ তিথি

img

প্রতীকী ছবি

  2023-03-22 14:59:10

মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় বা হিন্দু ক্যালেন্ডার অনুসারে, নব সংবতসর অর্থাৎ নববর্ষ শুরু হয় চৈত্রমাসের শুক্লা প্রতিপদ থেকে। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই তিথির গুরুত্ব এবং তাৎপর্য অনেক বেশি। বিশ্বাসমতে, আজকের দিনেই সনাতনী সৃষ্টির রচনা হয়েছিল। পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণুর প্রথম অবতার প্রকট হয়েছিলেন এই তিথিতেই। আজ মহর্ষি গৌতমের জন্ম জয়ন্তীও বটে। বিশ্বাসমতে, যুধিষ্ঠিরের রাজ্যাভিষেকের দিনও হল চৈত্রমাসের শুক্লা প্রতিপদ তিথি। ঐতিহাসিক দিক থেকে রাজা বিক্রমাদিত্যের রাজ্য অভিষেকের সূচনা হয়েছিল এই তিথিতেই। বিশ্বাস মতে কুরুক্ষেত্রে যুদ্ধের শেষে যে যুগাব্দ গণনা শুরু হয়েছিল তা এই দিনটি থেকেই। এ বার শুরু হতে চলেছে ৫১২৫ যুগাব্দ। আবার ব্রহ্মপুরাণ অনুযায়ী এই দিনেই প্রজাপতি ব্রহ্মা জগৎ সৃষ্টি করেন।

আরও পড়ুন: ওমান থেকে আটক করে ভারতে আনা হবে মৌলবাদী প্রচারক জাকির নায়েককে

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের বাৎসরিক ছ'টি উৎসবের মধ্যে একটি হল হিন্দু নববর্ষ (Hindu Navabarsa)  

 সঙ্ঘ সারা বছরে মোট ছ’টি উৎসব পালন করে। তার মধ্যে অন্যতম এই দিনটি। আরএসএস সূত্রে জানা গিয়েছে, বুধবার রাজ্যের সর্বত্র ‘বর্ষ প্রতিপদ’ উৎসব পালন করবে তারা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের মতে , অনেক কারণেই এই বিশেষ তিথি ভারতীয়দের কাছে গুরুত্বপূর্ণ। ভারতের জাতীয় পঞ্জিকা অনুসারে বর্ষপ্রতিপদ ভারতীয় নববর্ষের (Hindu Navabarsa) প্রথমদিন হিসাবে মানা হয়। ভারতীয় কালগণনা প্রকৃতির উপর নির্ভরশীল। বসন্ত ঋতু প্রাকৃতিক কারণে নবজীবনের বার্তা বয়ে আনে। এই সময় প্রকৃতিও নবরূপ ধারণ করে। তাই এই দিনটিকে সমগ্র মানবজাতির নতুন বছরের প্রথম দিন বলে মনে করা হয়। গোটা দেশেই এই সময়টায় নানা নামে নতুন বছরের প্রথম দিন হিসাবে পালিত হয়।

আরও পড়ুন: ‘ছোট কেষ্টগুলোর অন্য ব্যবস্থা করবো, বগটুইতে শহীদ স্মরণে বললেন শুভেন্দু

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

 

 

 

Tags:

Hindu Navabarsaa


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর