img

Follow us on

Sunday, Apr 28, 2024

WhatsApp: হোয়াটসঅ্যাপ নিয়ে এল নতুন ফিচার, পিন-মেসেজ 

চলতি বছরে রোজই নতুন নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে মেটা অধিকৃত হোয়াটসঅ্যাপ

img

প্রতীকী ছবি

  2023-02-06 15:03:28

মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরে রোজই নতুন নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে মেটা অধিকৃত হোয়াটসঅ্যাপ (WhatsApp) । সেই তালিকায় জুড়তে চলেছে আরও একটি নতুন ফিচার।

মার্ক জুকেরবার্গের সংস্থা মেটার আওতায় হোয়াটসঅ্যাপ (WhatsApp) এসেছে ২০১৪ সালেই। প্রায় প্রতিদিনই নতুন নতুন আপডেট এসেই চলেছে অ্যাপটিতে। যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচার। 

ইউজারদের প্রয়োজন এবং সুবিধার কথা মাথায় রেখেই এগোচ্ছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। আর ঠিক এই কারণেই জনপ্রিয়তা বাড়ছে এই মেসেজিং অ্যাপের। ফেসবুকের বহু ফিচারই এখন অন্তর্ভুক্ত হয়ে পড়েছে হোয়াটসঅ্যাপের মধ্যে।

নতুন ফিচার কী এল

এবার ইউজারদের জন্য আরও একটি নতুন ফিচার নিয়ে হাজির হল হোয়াটসঅ্যাপ (WhatsApp)। এতদিন অবধি নির্দিষ্ট কোনও একটি, দুটি বা সর্বোচ্চ তিনটি চ্যাটকে পিন করার সুযোগ পেতেন ব্যবহারকারীরা। তবে গ্রুপ বা চ্যাটের ভিতরে কোনও একটি নির্দিষ্ট মেসেজকে আলাদা করে পিন করে রাখার কোন উপায় ছিলনা। গ্রুপের অসংখ্য মেসেজের মধ্যে খুঁজে পাওয়া যেতনা গুরুত্বপূর্ণ মেসেজটি।

তবে এবার সেই সমস্যা থেকেই মুক্তির উপায় খুঁজে এনেছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ (WhatsApp)  টিমের একটি রিপোর্ট অনুযায়ী, পরবর্তী আপডেটে এমনই একটি ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। চ্যাটের ভিতরে এবার থেকে গুরুত্বপূর্ণ মেসেজটি আলাদা করে পিন করে রাখার সুবিধা পাবেন ইউজাররা। শত শত মেসেজের মধ্যে দরকারি মেসেজ হারাবেনা আর। 

নতুন কল ফিচারও আসতে চলেছে

জানা গিয়েছে এখনও ডেভলপমেন্ট স্তরে রয়েছে ওই ফিচারটি। পরবর্তী কোনও আপডেটে পাওয়া যাবে নতুন এই ফিচার। এর পাশাপাশি কল করার পদ্ধতিও সহজ হবে বলে জানিয়েছে টিম হোয়াটসঅ্যাপ (WhatsApp)। যেখানে অ্যাপ্লিকেশন না খুলেও কল করা যাবে এবার থেকে। সহজেই পাওয়া যাবে কনট্যাক্ট লিস্ট। আর তার জন্য একটি কাস্টম শর্টকাট আনতে চলেছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। যার ফলে মেসেজ পাঠানোর সঙ্গে সঙ্গে ফোন কল করাও অনেক সহজ হবে এই অ্যাপের মাধ্যমে।

তবে কবে নাগাদ ফিচারটি আসবে, তা অবশ্য এখনও ঠিক করে জানা যায়নি। তবে জানা গিয়েছে, ফিচারটি খুবই সরল হবে। আপডেটটি ইনস্টল হওয়ার পরে নিজে থেকেই মোবাইলের হোমস্ক্রিনে দেখাবে কলিংয়ের শর্টকাটটি। কবে আসবে নতুন এই ফিচার, আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছেন ইউজাররা।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

 

 

Tags:

WhatsApp


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর