img

Follow us on

Monday, May 20, 2024

WhatsApp: হোয়াটসঅ্যাপে ফের নয়া ফিচার! অন্য নম্বর ছাড়াই নিজেকে মেসেজ পাঠান নিজেই

এই ফিচার সম্পর্কে বিস্তারিত জানুন...

img

প্রতীকী ছবি

  2022-09-03 10:34:17

মাধ্যম নিউজ ডেস্ক: ২০২২ সালে হোয়াটসঅ্যাপ (WhatsApp) একের পর এক নতুন নতুন ফিচার এনে ব্যবহারকারীদের চমক দিয়ে যাচ্ছে। ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই সবসময় কোনও না কোনও আপডেট আসতে থাকে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে। এবারেও ব্যতিক্রম কিছু হয়নি। কারণ আবারও এক নতুন ফিচার নিয়ে হাজির হোয়াটসঅ্যাপ। এবারে হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারবেন নিজের সঙ্গেই, তাও আবার অন্য কোনও নম্বরের সাহায্য ছাড়াই।

বর্তমানে হোয়াটসঅ্যাপের কাছে এমন কোনও ফিচার নেই যার সাহায্যে ব্যবহারকারীরা নিজেদের মেসেজ পাঠাতে পারেন। তবে এখন এই নতুন লিঙ্কড ফিচারের মাধ্যমে সেই অসম্ভব কাজই সম্ভব হতে চলেছে। WABetaInfo-এর রিপোর্ট অনুযায়ী খুব শীঘ্রই এই ফিচারটি আসতে চলেছে। তবে কী এই 'লিঙ্কড ফিচার' (Linked Feature), কীভাবেই বা কাজ করবে এটি, অনেকের মনেই এখন একই প্রশ্ন।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বলা হবে আরও মজাদার! দেখা যাবে গ্রুপ সদস্যের প্রোফাইল ফটো

রিপোর্টে বলা হয়েছে, এবার থেকে আপনার হোয়াটসঅ্যাপ অন্য কোনও ডেস্কটপে লিঙ্ক করা থাকলে নিজের কাছে নিজেই মেসেজ পাঠাতে পারবেন। রিপোর্টে আরও বলা হয়েছে, ভবিষ্যতে হোয়াটসঅ্যাপ ডেস্কটপ বিটার জন্য আপডেট নিয়ে আসা হচ্ছে। যেখানে আপনি হোয়াটসঅ্যাপ থেকে সমস্ত কন্ট্যাক্ট দেখতে পান, সেখানেই নিজেকেও দেখতে পাবেন। অন্যদের নামের পাশাপাশি আপনার নামটি ‘YOU’ হিসেবে দেখানো হবে। আপনি ওই ‘YOU’ অপশনে ক্লিক করেই নিজের সঙ্গে চ্যাট করতে পারবেন। এই ‘YOU’ অপশনটি একেবারে সবার ওপরেই দেখতে পাবেন। মোবাইল ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপে লগ ইন করলেও এই অপশন দেখানো হবে।


এতে অনেক সুবিধা হবে ইউজারদারদের। কারণ অনেক সময় নিজেদের কিছু তথ্য নিজের জন্য নোট ডাউন করতে হলে সাধারণত এখন ফোনেই করে থাকেন। সেক্ষেত্রে অনেকে ফোনে নোটপ্যাড ব্যবহার করেন, তবে যেহেতু হোয়াটসঅ্যাপ ব্যবহার বর্তমানে এক অভ্যেসে পরিণত হয়েছে, তাই ইউজাররা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।

তবে নিজেকে মেসেজ করার হোয়াটসঅ্যাপ ফিচারটি আপাতত টেস্টিং লেভেলে রয়েছে,  কিন্তু সমস্ত ব্যবহারকারীদের জন্য বৈশিষ্ট্যটি খুব শীঘ্রই আসতে চলেছে। জানা গিয়েছে, এই গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপ ফিচারটি Android এবং iOS দুই প্ল্যাটফর্মের জন্যই নিয়ে আসা হবে।

আরও পড়ুন: মোবাইল ফোনের ডেটা অফ করেও ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপ! জানুন এই পদ্ধতি

 

 

Tags:

WhatsApp

WhatsApp New Feature

WhatsApp Linked Feature


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর