img

Follow us on

Saturday, May 04, 2024

WhatsApp New Feature: এবার ডেটা ব্যাকআপ করা যাবে হোয়াটসঅ্যাপেও, আসছে নতুন ফিচার 

এবার এই সমস্যার সমাধান হতে চলেছে। হোয়াটসঅ্যাপ আনছে নতুন ফিচার।

img

প্রতীকী ছবি

  2023-01-10 21:48:38

মাধ্যম নিউজ ডেস্ক: শুধু অবসর সময় কাটানোর জন্যই হোয়াটসঅ্যাপ (WhatsApp New Feature) আজ আর ব্যবহৃত হয়না। গুরুত্বপূর্ণ কাজেও এর জুড়ি মেলা ভার। যেমন ধরুন কোনও গুরুত্বপূর্ণ নথি কাউকে খুব তাড়াতাড়ি পাঠাতে হবে অথবা কোনও ঘটনার ভিডিও! এক্ষেত্রে যেন হোয়াটসঅ্যাপের বিকল্প নেই। প্রতিদিনের এসমস্ত মিডিয়া ফাইল (ছবি, ভিডিও, জিআইএফ এবং ডকুমেন্টস) আমাদের ডিভাইসে জমা হয়। যেগুলির মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি দীর্ঘদিন অবধি স্টোর করে রেখে দিই আমরা। কিন্তু হোয়াটসঅ্যাপের ডকুমেন্টস কোনও কারণে ডিলিট হয়ে যেতে পারে, ঠিক এইকারনে অনেকেই গুরুত্বপূর্ণ নথি গুলি গুগল ড্রাইভে সেভ করে রাখেন। ফলে পরবর্তীকালে অন্য কোন অ্যান্ড্রয়েড ফোন কিনলেও তৎক্ষণাৎ গুগল আকাউন্ট দিয়ে নতুন ফোনে লগ-ইন করলেই পুরোনো ফোনের সমস্ত ডেটা নতুন ফোনে চলে আসে। কিন্তু গুগল ড্রাইভে যদি কোনও ডেটা ব্যাকআপ না নেওয়া থাকে, তখন কিন্তু ফাইলগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা থাকেনা। এবার এই সমস্যার সমাধান হতে চলেছে। হোয়াটসঅ্যাপ (WhatsApp New Feature) আনছে নতুন ফিচার।

নতুন ফিচার (WhatsApp New Feature)

সম্প্রতি হোয়াটসঅ্যাপ এমন একটি ফিচার (WhatsApp New Feature) রোলআউট করার জন্য কাজ করছে, যেটির সাহায্যে গুগল ড্রাইভে ব্যাকআপ না থাকলেও ব্যবহারকারীরা এক অ্যান্ড্রয়েড ফোন থেকে অন্য অ্যান্ড্রয়েড ফোনে সমস্ত কিছু নিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে নতুন ফিচারটি (WhatsApp New Feature) এলে ফোন পরিবর্তন হলেও চ্যাট হারিয়ে যাবেনা।

কীভাবে কাজ করবে নতুন এই ফিচার (WhatsApp New Feature)

হোয়াটসঅ্যাপের (WhatsApp New Feature) তরফে জানানো হয়েছে যে নতুন এই ফিচারটির (WhatsApp New Feature) মাধ্যমে গুগল ড্রাইভে ডেটা ব্যাকআপ নেওয়া না থাকলেও ব্যবহারকারীরা একটি অ্যান্ড্রয়েড ফোন থেকে অন্য একটি অ্যান্ড্রয়েড ফোনে সমস্ত হোয়াটসঅ্যাপ চ্যাট  ট্রান্সফার করতে পারবেন। এর জন্য ব্যবহারকারীদেরকে নিম্নোক্ত ধাপগুলি অনুসরণ করতে হবে:
WhatsApp Settings> Chats > Chat Transfer to Android

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

WhatsApp New Feature


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর