img

Follow us on

Thursday, May 16, 2024

Cyber Security: সাবধান! আপনার ফোনে এই অ্যাপগুলো নেই তো? নয়তো চুরি হয়ে যেতে পারে আপনার ফেসবুকের পাসওয়ার্ড

মেটা থেকে সতর্কবার্তা জারি করে জানানো হয়েছে, প্রায় ৪০০টি অ্যান্ড্রয়েড এবং আইওএস ম্যালিশিয়াস অ্যাপ শনাক্ত করা হয়েছে যা চুরি করে লগ-ইন সম্পর্কিত তথ্য।

img

Cyber Security

  2022-10-11 22:59:22

মাধ্যম নিউজ ডেস্ক: মেটা সংস্থার তরফে এবারে এক সতর্কতা জারি করা হল। মেটা বিশেষ করে ফেসবুক ব্যবহারকারীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। কারণ সম্প্রতি মেটা প্রায় ৪০০টি অ্যান্ড্রয়েড এবং আইওএস ম্যালিশিয়াস অ্যাপ শনাক্ত করতে পেরেছে। যা ফেসবুক ব্যবহারকারীদের লগ-ইন সম্পর্কিত তথ্য চুরি করছে। অর্থাৎ আপনি যদি সেই অ্যাপগুলি ব্যবহার করেন, তাহলে আপনার ফেসবুক আইডি ও পাসওয়ার্ড চুরির সম্ভাবনা রয়েছে। তাই ফেসবুক ব্যবহারকারীদের বেশি করে সজাগ থাকার ও এই অ্যাপগুলোর থেকে দূরে থাকার জন্য সতর্ক করা হয়েছে।

ব্যবহারকারীদের সতর্ক করার জন্য সেই সকল অ্যাপের তালিকাও প্রকাশ করেছে মেটা। এর মধ্যে উল্লেখযোগ্য হল বিভিন্ন ধরনের ফটো এডিটিং টুলস এবং ভিপিএন সার্ভিসের অ্যাপ। শুধু তা-ই নয়, এর মধ্যে আবার বেশ কিছু গেমিং অ্যাপ, বিসনেস অ্যাপও রয়েছে। যা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চেয়ে থাকে। মেটা-র তরফে জানানো হয়েছে যে, এই সকল ম্যালিসিয়াস অ্যাপগুলো বিভিন্ন অ্যাপের নামে গুগল প্লে স্টোরে রয়েছে। আর বেশির ভাগ অ্যাপেই ব্যবহারকারীদের আইডি এবং পাসওয়ার্ড চুরি করার জন্য ‘লগইন উইথ ফেসবুক’ নোটিফিকেশন পাঠায়। এরপর ইউজারদের লগ-ইন ডিটেলস খুব সহজেই চুরি হয়ে যায়। আর তার মানেই বিভিন্ন ধরনের ব্যক্তিগত তথ্যও এমনকি পরিবার সম্পর্কিত তথ্য কিংবা গোপন চ্যাটও ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের ক্লোন অ্যাপ ভারতীয়দের ব্যক্তিগত তথ্য চুরি করছে

জানা গিয়েছে, গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে এই ম্যালিশিয়াস অ্যাপগুলির রয়েছে বলে মেটার তরফে গুগল ও অ্যাপলকে উভয় সংস্থাকেই সতর্ক করা হয়েছে। ফলে এই দুই সংস্থাই অ্যাপ স্টোর থেকে এই ধরনের ক্ষতিকারক অ্যাপগুলিকে সরিয়ে নিয়েছে। মেটার ব্লগ পোস্টে আরও লেখা হয়েছে, তারা এমন ব্যবহারকীদেরও সতর্ক করছে, যাঁরা এই অ্যাপগুলি ডাউনলোড করেছে। ফলে তাঁরা কীভাবে তাঁদের তথ্য ও অ্যাকাউন্ট সুরক্ষিত ও নিরাপদ রাখবে তার জন্য সহায়তা করা হচ্ছে।

তাই মেটা থেকে কিছু উপায় বলা হয়েছে, যার সাহায্যে ব্যবহারকারীরা এই ম্যালিশিয়াস অ্যাপগুলো থেকে রেহাই পেতে পারে। মেটা বলছে, ব্যবহারকারীদের শুধুমাত্র অফিসিয়াল অ্যাপ স্টোর থেকেই অ্যাপস ডাউনলোড করতে হবে এবং নতুন অ্যাপ ডাউনলোড করার আগে যাচাই করতে হবে। এছাড়াও কোনও ব্যবহারকারীর যদি মনে হয় সে ম্যালিশিয়াস অ্যাপ ভুলবশত ডাইনলোড করেছে, তবে অবিলম্বে সেই অ্যাপ ডিলিট করে দেওয়া উচিত। এবং যাতে ফেসবুকের অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড হ্যাকারদের কাছে না যায়, তাই যত দ্রুত সম্ভব তাঁদের ফেসবুক পাসওয়ার্ড রিসেট করা উচিত।

Tags:

Meta

Facebook

Cyber Security

400 malicious apps


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর