img

Follow us on

Monday, Apr 29, 2024

Google Play Store: গুগল প্লে স্টোর ১৬ টি অ্যাপ সরিয়ে দিয়েছে

জনপ্রিয় অ্যান্টি-ভাইরাস কোম্পানি ম্যাকাফি (McAfee) দ্বারা এই অ্যাপগুলি শনাক্ত করা হয়েছে...

img

প্রতীকী ছবি

  2022-10-24 10:19:57

মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি গুগল তার প্লে-স্টোর (Google Play Store) থেকে ১৬ টি অ্যাপ অত্যাধিক ডেটা ব্যবহার ও ব্যাটারি ড্রেনেজের কারণে সরিয়ে দিয়েছে। শুধু বেশি ব্যাটারি নয়, এই অ্যাপগুলি গোপনে ব্যবহারকারীর মোবাইল ডেটাও (Mobile Data) ব্যবহার করে আসছিল। জনপ্রিয় অ্যান্টি-ভাইরাস কোম্পানি ম্যাকাফি (McAfee) দ্বারা এই অ্যাপগুলি শনাক্ত করা হয়েছে। অ্যান্টি-ভাইরাস কোম্পানিটির রিপোর্টের পরেই গুগল এই অ্যাপগুলিকে প্লে-স্টোর থেকে সরিয়ে দিয়েছে। এই অ্যাপগুলি সরানোর আগে ইউটিলিটি বিভাগের অংশ ছিল। এই অ্যাপগুলি ফ্ল্যাশলাইট, ক্যামেরা, কিউআর রিডিং এবং পরিমাপ রূপান্তরের মতো অনেক বৈশিষ্ট্য অফার করে।

আরও পড়ুন: একচেটিয়া বাজার দখলের অভিযোগে গুগলকে জরিমানা করল ভারত সরকার

আসুন জেনে নিন কোন অ্যাপগুলিকে গুগল তার প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিয়েছে।

  • কারেন্সি কনভার্টার
  • হাই-স্পিড ক্যামেরা
  • স্মার্ট টাস্ক ম্যানেজার
  • টর্চলাইট+
  • কে-ডিকশেনারি
  • কুইক নোট
  • ইজডিকা
  • ইনস্টাগ্রাম প্রোফাইল ডাউনলোডার
  • ইজ নোট

আরও পড়ুন: ভুয়ো খবর ঠেকাতে ফেসবুকের গ্রুপ অ্যাডমিনদের জন্য নতুন ফিচার

প্রতিবেদনে বলা হয়েছে মোবাইলে এই অ্যাপগুলি ইন্সটল করলে অ্যাপগুলি অতিরিক্ত কোড ডাউনলোড করে, ব্যবহারকারীদের প্রতারণা করতে পারে। ব্যবহারকারীদের অজান্তেই এই অ্যাপগুলি ডিভাইসগুলিতে বিজ্ঞপ্তি পাঠায়, যার ফলে পেছনে ওয়েব পেজ খুলে যায়। অজান্তেই ফোনের ব্যাকগ্রাউন্ডে এই বিজ্ঞাপনগুলি চলতে থাকে। এর ফলে ব্যবহারকারীদের ডেটা এবং ফোনের ব্যাটারি দুটোই খরচ হয়। নিরাপত্তা সংস্থার মতে, এই অ্যাপগুলির মধ্যে কিছু অ্যাডওয়্যারের কোড রয়েছে, যার নাম কম.লাইভপোস্টিং (com.liveposting)।

এই কোডটি একটি এজেন্টের মতো কাজ করে,  লুকনো অ্যাডওয়্যার পরিষেবা চালায়। অন্যদিকে, কিছু অ্যাপে কম.ক্লিক.ক্যাস (com.click.cas)-এ একটি এডিশন লাইব্রেরি রয়েছে, যা স্বয়ংক্রিয় ক্লিক ফাংশনে কাজ করে। যদি আপনার ফোনে উপরের তালিকায় থাকা কোনও অ্যাপ থাকে, গুগল অবিলম্বে অ্যাপটি ডিলিট করতে বলছেন ব্যবহারকারীদের।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 
 
 

Tags:

Google

Google Play Store

remove 16 app

battery drain

Data theft


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর