img

Follow us on

Sunday, May 05, 2024

5G Phone: চলতি বছর ভারতে ৫জি ফোনের বাজার ৭০ শতাংশের বেশি বৃদ্ধি পাবে, বলছে রিপোর্ট

চলতি বছরে ব্যাপক বৃদ্ধি পাবে ৫জি স্মার্টফোনের বাজার

img

প্রতীকী ছবি

  2023-01-19 11:25:19

মাধ্যম নিউজ ডেস্ক: ইতিমধ্যে সারাদেশে ৫জি (5G Phone) সার্ভিস চালু হয়েছে। রিলায়েন্স জিও-র ৫জি সার্ভিসের দেশের অধিকাংশ গুরুত্বপূর্ণ শহর অঞ্চলগুলোকে পেতে শুরু করেছে। রিলায়েন্স জিও ইতিমধ্যে জানিয়েছে ২০২৩ সালের মধ্যে ভারতবর্ষের প্রতিটি কোনায় তারা ৫জি সার্ভিস পৌঁছে দিতে পারবে। অপরদিকে কয়েকদিন আগে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী ভুবনেশ্বরে এর মধ্যে ঘোষণা করেছেন যে চলতি বছরে ৫জি সার্ভিস বিএসএনএল-এ আসতে চলেছে। 

চলতি বছরে ব্যাপক বৃদ্ধি পাবে ৫জি স্মার্টফোনের (5G Phone) বাজার

এরই মধ্যে একটি রিপোর্টে বলা হচ্ছে যে ৫জি স্মার্টফোনের (5G Phone) বাজার ৭০% বৃদ্ধি পেতে চলেছে ২০২৩ সালে। ২০২০ সালের সাপেক্ষে এই বৃদ্ধি ১৩গুণ হয়েছে বলে এখনও পর্যন্ত রিপোর্টে বলা হচ্ছে। ইন্ডাস্ট্রি ইন্টেলিজেন্স গ্রূপের অন্যতম বিশেষজ্ঞ মেনুকা কুমারী এ কথা জানিয়েছেন।

আরও পড়ুন: সিবিএসই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায়, বিজ্ঞান বিভাগে ভাল রেজাল্ট করতে কিছু টিপস

প্রসঙ্গত, ভারতবর্ষের বাজার হল স্মার্টফোনের অন্যতম বড় বাজার। ২০২২ সালে ভারতবর্ষের বাজারে ১০০টি ৫জি স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল বলে জানা যাচ্ছে। 
বিশেষজ্ঞরা আরও বলছেন যে আমরা আশা করছি যে নতুন ৭৫ শতাংশ ৫জি স্মার্টফোন ২০২৩ সালের মধ্যে ভারতের বাজারে লঞ্চ হয়ে যাবে। ২০২২ সালে যে ৫জি স্মার্টফোন (5G Phone) গুলি লঞ্চ করা হয়েছিল সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য ভাবে ছিল স্যামসং, ওয়ান প্লাস, ভিভো ইত্যাদি কোম্পানি।
বিশেষজ্ঞদের আরও ধারণা রয়েছে যে ৫জি মার্কেট ভারতবর্ষে তখনই একটি সবথেকে ভাল বিস্তার লাভ করতে পারবে যখন ৫জি স্মার্টফোন গুলির দাম মধ্যবিত্তের নাগালের মধ্যে থাকবে। ১০০০০ টাকার কম দামেও যখন ৫জি স্মার্টফোন দেওয়া যাবে তখন এই বাজার ব্যাপক বৃদ্ধি পাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: বাঙালি খাবারেই মজেছে মন! বঙ্গ সফরের প্রথম দিন হাওড়া-হুগলিতে বৈঠক ভাগবতের

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

5G phone


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর