img

Follow us on

Saturday, Apr 27, 2024

Migratory Bird: ফ্লোরিডা থেকে কোলাঘাটে, বাংলায় শীতের নতুন অতিথি

WhatsApp_Image_2022-12-31_at_2059.27

  2022-12-31 22:25:30

ওরা এসে গেছে। কোলাঘাটের বড়িশা স্বামিজী একডেমির পিছনে জলাশয়ে। সুদূর ফ্লোরিডার পেনিনসুলা বা জলাভূমি থেকে উড়ে এসেছে বাংলায়। প্রজননের জন্য। বাচ্চারা বড় হতে হতে কেটে যাবে শীত ওরা ফের উড়ে যাবে ওদের পুরানো বাসস্থানে। ওরা লেজার উইলিং ডাক। যাদের বাংলায় ডাকা হয় পাতি সরাল বলে।

এঁদের এক শরিক ব্ল্যাক বেলিড হুইসিলিং ডাক প্রায় হারিয়ে যাওয়ার মুখে। ১৯৬৮ সাল পর্যন্ত এঁদের দেখা মিলত মধ্য আর দক্ষিণ ফ্লোরিডার বিভিন্ন এলাকায়। ঐ ঝাঁকে মিশে থাকত ফুলভয়াস হুইসিলিং হাঁসেরা। এঁদের স্বজাতি লেজার উইলিং ডাক। এখন বাংলা অতিথি।     

অস্ট্রেলিয়াতেও এঁদের এক প্রজাতির বসবাস। তাঁদের নাম প্লামড হুইসিলিং ডাক। যাদের গ্রাস হুইসিলিং ডাক বলেও ডাকাডাকি করা হত। এরাও ডাকত হুইসিলের মত। তাঁরাও হারিয়ে যাচ্ছে নাগরিক সভ্যতার পরিবেশ ধ্বংসের সঙ্গে সঙ্গে।

শীতের মরসুম এলেই শুরু হয় পাখিদের আনাগোনা। তবে ডিজিট্যাল দুনিয়ায় কিছুটা কমেছে পাখির সংখ্যা। তবুও রাজ্যের বিভিন্ন এলাকায় আসছে পরিযায়ী পাখিরা। আর সেই অপরূপ দৃশ্য উপভোগ করতে ক্যামেরা বন্দী করতে হাজির হন পাখিপ্রেমীরা। শুরু হয়েছে ফটোগ্রাফারদের আনাগোনাইয়ে।

পূর্ব মেদিনীপুরে কোলাঘাটের কাছে, বড়িশা স্বামিজী একডেমির পিছনে জলাশয় তেমনই এক স্বর্ণখনি। যেখানে পরিযায়ী পাখিদের ওড়াউড়ি। অবাধ ভরসা এই খানেই বেড়ে উঠবে তাঁদের সন্তান সন্ততিরা। এখন একটাই প্রার্থনা এই জলাশোয়গুলো যেন নষ্ট না হয়।

Tags:

Madhyom

bangla news

Bengali news

Winter

migratory birds

migratory

birds

migratory bird

migratory birds flying

migratory birds in india

migratory birds fly

migration of birds

migratory birds names

migratory birds video

indian migratory birds

migratory bird in bengal

migratory bird in west bengal

florida

florida migratory birds

migratory birds florida

birds in florida

florina top 5 migratory bird

kolaghat

florida to kolaghat

kolaghat migratory bird

kolaghat bird watch

kolaghat migratory bird spot

florida to kolaghat ride

winter guests

winter in west bengal

new guest in winter


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর