img

Follow us on

Tuesday, May 07, 2024

PM Awas Yojana Scam: কীভাবে আবাস দুর্নীতি, দেখুন নমুনা

কীভাবে আবাস দুর্নীতি, দেখুন নমুনা

  2023-01-06 18:29:33

প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি। আর তাই নিয়ে বিক্ষোভ। এই ছবি হুগলির বলাগড়ে। বাড়ি করে দেওয়ার নামে যেভাবে দুর্নীতি হচ্ছে, তার প্রতিবাদে আন্দোলনে বিজেপি। শুধু আবাস যোজনাই নয়, দুর্নীতি হয়েছে একশ দিনের কাজে। বেআইনি ভাবে চলছে বিভিন্ন গাছ কাটার। আর তার প্রতিবাদে জিরাটের কাছে আসাম রোডের ওপর টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। 

বিডিও অফিসে ঢুকতে গেলে বলাগড়  থানার পুলিশের সঙ্গে এক প্রকার ধস্তাধস্তি ও হয়। পুরো আন্দোলনের নেতৃত্ব দেন দলের হুগলি সাংগঠনিক জেলার সভাপতি তুষার মজুমদার ও যুব নেতা সুরেশ সাউ।

আসলে গোটা রাজ্য জুড়েই এই ছবি। সোশাল মিডিয়ায় সেই তথ্য সামনে এনেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে দেখা যাচ্ছে,পাকা বাড়ি আছে, তবু আবাস যোজনায় নাম। আগে একবার আবাস যোজনার টাকা পেয়েছেন, তবু নাম উঠেছে কারুর কারুর। এর মধ্যে অনেকে আবার শাসক দলের পঞ্চায়েত সদস্যের বাড়ির লোক। যে তালিকা দেখছেন, পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ নং ব্লকের গুরগ্রাম গ্রাম পঞ্চায়েতের ছবি। প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)  প্রকল্পে যখন অযোগ্যদের তালিকা তৈরি হচ্ছে তখন সামনে আসছে এই তথ্য। একটা ছোট গ্রাম পঞ্চায়েত এলাকায় ৮৪ জনের নাম অযোগ্যদের তালিকায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, রাজ্যের ২৩ জেলার ৩৪২টি ব্লকের ৩২২৭টি গ্রাম পঞ্চায়েতে তালিকা খুঁটিয়ে দেখলে এই অযোগ্য প্রাপকদের সংখ্যা কয়েক লক্ষ পেরোবে। শুভেন্দুর দাবি, পঞ্চায়েত ভোটের দিকে তাকিয়ে নবান্নের নির্দেশে এসব চলছে। সচিবের কাছ থেকে নির্দেশ যাচ্ছে জেলায় জেলায়। ওই অযোগ্য প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকাও জমা পড়েছে বলে জানা গেছে। তাই বিষয়টি খতিয়ে দেখতে কেন্দ্রীয় মন্ত্রীর গিরিরাজ সিংয়ের কাছে কেন্দ্রীয় দল পাঠানোর আর্জি জানিয়েছেন শুভেন্দু।  শুভেন্দুর দাবি, ঘুষের বিনিময়ে শাসক দল এইসব করে বেড়াচ্ছে। এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি তুলেছেন তিনি। 
 

 

 

 

Tags:

 

Hooghly news

Pradhan Mantri Awas Yojana

PM Awas Yojana

awas yojana scam

pm awas yojana scam

pm awas yojna

awas yojana scam news

pradhan mantri awas yojana scam

pradhan mantri awas yojana news

pradhan mantri awas yojana update

pradhan mantri awas yojana latest news

pradhan mantri awas yojana latest update

bengal pm awas yojana scam

awas yojana 2022

  balagarh news

balagarh bdo office agitation

bjp agitation balagarh


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর