img

Follow us on

Saturday, May 18, 2024

Mamata Banerjee: মমতার কথা, না সর্বনাশের মাথা?

মমতার কথায় কোন সর্বনাশের বার্তা?

  2022-11-15 20:56:59

অনেকে বলছেন, এ যেন হীরক রাজার দেশ। সেখানে রাজা যেমন মর্জি মতো যা খুশি করে ফেলতেন, মমতা রাজ্যে তারই প্রতিফলন। তিনি কাউকে গুরুত্ব দেন না। মনে করলেন, পড়ুয়াদের নম্বর বাড়িয়ে দিতে হবে। ব্যাস, নির্দেশ দিয়ে দিলেন। তা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার দরকার আছে বলেও মনে করলেন না তিনি। খালি দেখলেন, অন্য বোর্ডের নম্বর বেশি। সঙ্গে সঙ্গে ক্ষমতায় এসে দিয়ে দিলেন নিদান। বাড়িয়ে দাও নম্বর। এভাবে যে শিক্ষার সাড়ে সর্বনাশ হয়ে যাচ্ছে, তা শিক্ষকরা কানাঘুষো করলেও মুখ্যমন্ত্রীকে বোঝাবে কে? শিক্ষামন্ত্রী থেকে কাছের শিক্ষাবিদরা তাঁকে তোয়াজ করতেই ব্যস্ত। তাই একের পর এক কেলেঙ্কারির পাশাপাশিই শিক্ষার জলাঞ্জলি নিয়ে রাজ্যবাসীর কপালে চিন্তার ভাঁজ। কিন্তু সস্তায় হাততালি কুড়নোর আশায় নেতাজি ইন্ডোরে ছাত্রছাত্রীদের সামনে তিনি বলে ফেললেন, ক্ষমতায় এসেই পরীক্ষার্থীদের নম্বর বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন তিনি।

শুধু এখানেই থেমে থাকেননি। পড়ুয়াদের বলছেন নিউজ চ্যানেল দেখবে না। কারণ সেখানে নাকি সরকারের সমালোচনা করা হয়। কচি কচি মনে যদি এই ধ্যানধারণা তৈরি করতে চান রাজ্যের মুখ্যমন্ত্রী, তাহলে সে রাজ্যের ভবিষ্যৎ কী, তা সকলেই জানেন। শুধুমাত্র সস্তা রাজনীতির স্বার্থেই রাজ্যের মুখ্যমন্ত্রী পড়ুয়াদের শুনিয়ে দিলেন এই সব কথা। মুখ্যমন্ত্রীর কথায় চিন্তিত খোদ রাজ্যের শিক্ষক মহল। তাঁদের মতে, মুখ্যমন্ত্রীর কাণ্ডকারখানা ভবিষ্যতের পক্ষে বিপদজনক। তাই প্রশ্ন উঠছে, ভোট রাজনীতি মাথায় রাখতে গিয়ে এভাবেই কি তিনি রাজ্যের সর্বনাশ করে ছাড়ছেন!

 

 

Tags:

Mamata Banerjee

CM Mamata Banerjee

West Bengal Education

mamata banerjee latest news

mamata banerjee speech

mamata banerjee news

mamta banerjee

mamata banerjee today

netaji indoor stadium

mamata in netaji indoor

netaji indoor

mamata banerjee laptop for students

mamata banerjee free phone student

mamata banerjee tab

mamata education

mamata bengal education

mamata destroys bengal education

bengal education scam


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর